যুবভারতীতে ফের নৌকাডুবি, ভালো খেলেও হার বাগানের  

যুবভারতীতে ফের নৌকাডুবি, ভালো খেলেও হার বাগানের   
14 Jan 2023, 11:45 PM

যুবভারতীতে ফের নৌকাডুবি, ভালো খেলেও হার বাগানের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মুম্বই গেট আর টপকানো হলো না এটিকে মোহনবাগানের। যুবভারতীতে নৌকাডুবি। ১ গোলে জিতলো মুম্বাই। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সবার আগে দেজ বাকিংহামের দল। টানা নটি ম্যাচ জিতে আইএসএলে নতুন রেকর্ড গড়লো মুম্বাই। গোটা ম্যাচেই লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। দুই দলের মধ্যে তফাত বিশেষ ছিল না। ম্যাচে শুরু থেকেই রুদ্ধশ্বাস পরিস্থিতি। দু-দলই সমানে সমানে লড়াই চালায়। বেশ কিছু উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। ম্যাচটা ক্রমশ হয়ে দাঁড়ায় গোলরক্ষক বনাম গোলরক্ষক। যদিও হতাশা সবুজ মেরুন শিবিরেই। হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে শুধু গ্রেগ স্টুয়ার্টদের ঝলক। পাস, পাস, পাস। সমুদ্রের ঢেউয়ের মতো আক্রমণ।

বিশাল কাইথ বিশাল হয়ে না উঠলে তখনই ম্যাচ পকেটে পুরে নিতো মুম্বই। ২৯ মিনিটে চাঙতের শট অবশ্য রুখতে পারেননি বিশাল। ফেরান্দর দল ফিরলো দ্বিতীয়ার্ধে। অল আউট এলেন বুমোস, দিমিত্রি, লিস্টনরা। একগাদা কর্নার পেলো দল। লাভের লাভ হলো না। বক্স স্ট্রাইকার নেই। অভাব চোখে পড়লো বারবার। কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে মুম্বই সিটি এফসির ম্যাচ বাড়তি আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। এ দিনও অন্যথা হল না। মরিয়া লড়াই করেও খালি হাতেই মাঠ ছাড়তে হল সবুজ মেরুন শিবিরকে।খাতায় কলমে দুটি প্রায় সমশক্তিশালী দল হলেও কার্যক্ষেত্রে গোটা মরশুমই মোহনবাগানের থেকে ভাল খেলেছে মুম্বই। তবু ঘরের মাঠে শনিবার ভাগ্যবদলের আশায় বুক বেঁধেছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। সেই আশা এদিনও পূরণ হল না।

Mailing List