বিবাহ বিচ্ছিন্না মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পরেই উধাও, মেদিনীপুরে গ্রেফতার যুবক

বিবাহ বিচ্ছিন্না মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পরেই উধাও, মেদিনীপুরে গ্রেফতার যুবক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রেমিকের কাছে প্রতারিত হয়ে শেষমেষ পুলিশের দ্বারস্থ হলেন পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানা এলাকার এক তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০ বছর বয়সী ওই তরুণী বিবাহ বিচ্ছিন্না। নারায়ণগড় থানা এলাকার এক যুবকের সাথে তার ফেসবুকে আলাপ হয়। সেখান থেকেই শুরু হয় প্রেম। প্রেম আরো গভীর হলে গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শারীরিকভাবে মিলিত হন তারা। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই ঘনিষ্ঠ সম্পর্কে পা বাড়িয়েছিলেন বলে অভিযোগ করেছেন তরুণী। তরুণীর অভিযোগ, "এরপর থেকেই আমাকে এড়িয়ে চলতে থাকে সে।" অবশেষে উপায় না পেয়ে ১৮ই জানুয়ারি নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ করেন তরুণী।
অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। শনিবার অভিযুক্ত যুবককে নারায়ণগড় ব্লকের কুশবসান গ্রাম পঞ্চায়েতের রাজপুর এলাকা থেকে গ্রেফতার করে নারায়ণগড় থানার পুলিশ। রবিবার দুপুরে খড়গপুর মহকুমা আদালতের তোলা হলে বিচারক ওই অভিযুক্তের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তদন্তের স্বার্থেই ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


