জানেন এই রাশির মানুষেরা ভীষণ অলস হয়, ফাঁকি দেন কাজে

জানেন এই রাশির মানুষেরা ভীষণ অলস হয়, ফাঁকি দেন কাজে
08 Feb 2023, 05:15 PM

জানেন এই রাশির মানুষেরা ভীষণ অলস হয়, ফাঁকি দেন কাজে

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গোটা সপ্তাহ কাজের পর আমরা একদিনের ছুটিতে ল্যাদ খাই। বিছানায় শুয়ে, বই পড়ে ওয়েব সিরিজ দেখে। কিন্তু এমন কিছু রাশির ব্যক্তি আছেন যাঁরা সপ্তাহের প্রতিটা দিন ল্যাদ খেয়ে কাটাতে চান। এঁরা নিষ্ফলা, অলস হয়ে দিন কাটাতে চান। কঠিন পরিশ্রম করা, লক্ষ্যের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এঁদের বিন্দুমাত্র চেষ্টা দেখা যায় না। অর্থ উপার্জন বা সাফল্য লাভের জন্য যে পরিশ্রম করতে হয় তা এঁরা করতেই চান না। বহু যোগ্য গুণী ব্যক্তিদের মধ্যেও এমন স্বভাব দেখা যায়। জ্যোতিষ শাস্ত্রে এমন ৪ রাশির উল্লেখ পাওয়া যায়, যাঁরা অফিসে কাজ করতে ভালোবাসেন না। জেনে নিন কোন কোন রাশি এই তালিকায় সামিল।

বৃষ রাশি- জ্যোতিষ শাস্ত্র বলছে এই রাশির জাতকরা প্রতিদিন অফিসে বসে হাড়ভাঙা পরিশ্রম করা ও একঘেয়ে জীবন কাটানো এক্কেবারে পছন্দ করেন না। কঠিন পরিশ্রম করা বা লক্ষ্য লাভের কোনও তাড়নাই দেখা যায় না এই রাশির মধ্যে।

মূলত বৃষ রাশির জাতকরা বাদশাহী মেজাজে জীবনযাপন করতে চান। কাজ না-করেই বিলাসবহুল জীবন কাটানোর স্বপ্ন দেখেন এঁরা। কিন্তু কী ভাবে সেই স্বপ্নপূরণ করবেন, সে বিষয়ে কোনও হেলদোলই থাকে না এদের।

মিথুন রাশি - এই রাশির জাতকরা মুখে বড় বড় কথা বললেও তা কাজে করে দেখানোর বেলায় চুপ হয়ে যান। এঁরা লক্ষ্য লাভের জন্য কোনও কিছুই করতে চান না। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মিথুন রাশির জাতকরা ততক্ষণ কিছু করেন না, যতক্ষণ না কেউ এঁদের জোর করে সেই কাজের দিকে ঠেলে দেয়। মিথুন জাতকরা শুধু সেই কাজই করবেন, যা এঁরা করতে চান। এঁদের এমন স্বভাব অন্যের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়।

সিংহ রাশি- এই রাশির জাতকরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে ভালোবাসেন। এঁরা সৃজনশীল ও প্যাশনেট হন। কিন্তু কোনও মতেই কঠিন পরিশ্রমী হন না সিংহ রাশির জাতকরা। সাফল্য লাভের জন্য চেষ্টা চালানোর কোনও ইচ্ছাই এই রাশির জাতকদের মধ্যে দেখা যায় না। আকর্ষণীয় ও প্রতিভাবান হলেও এঁদের অলস স্বভাব এইগুলিকে ঢাকা দিয়ে দেয়।

ধনু রাশি - ধনু রাশির জাতকরা নিজের জীবনকে কোনও গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে চান না। এঁরা স্বাধীন ভাবে ঘুরে বেড়াতে চান। বিভিন্ন স্থানে ঘোরার শখ রয়েছে এই জাতকদের। এর জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন তা এঁরা উপার্জন করে নেন। কিন্তু তার চেয়ে বেশি একটুও চেষ্টা চালান না এই রাশির জাতকরা। জীবনধারণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন শুধু তার জন্য কাজ করেন এঁরা। স্পষ্ট ভাবে বলতে গেলে, কাজ করতে হবে বলে কাজ করেন, এতে তাঁদের বিন্দুমাত্র ইচ্ছা থাকে না।

কুম্ভ রাশি - কুম্ভ রাশির জাতকরা অনেক বড়বড় স্বপ্ন দেখেন, আর অত্যন্ত উচ্চাকাঙ্খী হন। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কোনও পদক্ষেপ করতে চান না। এমনকি এঁদের কাছে লক্ষ্য লাভের পরিকল্পনাও থাকে, কিন্তু সেই মতো চলতে চান না। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এঁরা নিজেকে কোনও কাজে উৎসর্গ করেন না। এঁদের স্বপ্নগুলিও অসম্পূর্ণ থেকে যায়। নিজেকে সেদিকে এগিয়ে নিয়ে যান না এরা।

Mailing List