রাশি অনুযায়ী বেছে নিতে পারেন আপনার পছন্দের নেলপলিশ

রাশি অনুযায়ী বেছে নিতে পারেন আপনার পছন্দের নেলপলিশ
17 Jan 2023, 08:00 PM

রাশি অনুযায়ী বেছে নিতে পারেন আপনার পছন্দের নেলপলিশ

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ছোটোবেলা থেকে নেলপলিশ পরা মেয়েদের পছন্দের। যা আজও পরিবর্তন হয়নি। তবে আজ একটু অন্যরকম কথা বলব। সেটা হলো রাশি অনুযায়ী কার কীরকম নেলপলিশ পরা উচিত।

মেষ রাশির জাতিকারা প্রচন্ড কর্মঠ, সক্রিয় এবং প্যাশনেট হন। এই তিনটি গুণ লাল রঙের সাথে খুব মেলে। তাই নেলপলিশ লাল রঙের ওপর পছন্দ করলে তাঁদের ব্যক্তিত্ব এবং রাশি দুটোর সাথেই মিলে যাবে।

বৃষ রাশির জাতিকারা খুব ভালো মনের এবং দয়ালু হন তাই রুপোলি রঙের নেলপালিশ আপনারা পরতে পারেন, কারণ সিলভার আপনার উজ্জ্বল মনকে প্রতিনিধিত্ব করবে।

মিথুন রাশি যারা, তারা বহুমুখী প্রতিভার অধিকারী এবং তাদের মানসিকতা পরীক্ষা-নিরীক্ষামূলক হয়। তাই নেলপালিশের রং হিসেবে সবুজ রঙকে বেছে নিতে। সবুজ আপনার মনের আত্মবিশ্বাসকেও ফুটিয়ে তুলবে।

কর্কট রাশির জাতিকা যারা হন তারা একটু ইমোশনাল এবং ভালবাসা পেতে চান। এমনকি তারা নিজে ভাল থাকার আগে বাকিদের ভাল রাখতে চেষ্টা করেন। তাঁদের জন্য মেরুন রঙের নেলপালিশ হল আদর্শ রং।

সিংহ রাশির জাতিকারা খুবই উৎসাহী হন এবং নিজের লক্ষ্যে স্থির থাকেন। তাদের সেই প্রকৃতিই একটু আত্মকেন্দ্রিক করে তোলে তাই আপনার ব্যক্তিত্বকে সোনালী রং সবথেকে ভালো ফুটিয়ে তুলতে পারবে। নেলপলিশের রঙ হিসেবে সোনালী বা হলুদ রঙ আপনি বেছে নিতে পারেন।

কন্যা রাশির জাতিকারা নিজেদের পুরো প্রকাশ করেন না। তারা সাধারণত একটু বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন এবং অত্যন্ত আত্মনিয়ন্ত্রক হন। তবে নিজেদের অনুভূতিকে লুকিয়ে রাখতে পারেন সহজেই তাই তাদের জন্য নেলপলিশের রং নিয়ন হওয়াই ভাল। নিয়ন সবুজ বা গোলাপী পরতে পারেন।

তুলা রাশির জাতিকারা আভিজাত্য নিয়ে থাকতে ভালবাসেন কিন্তু মিশুকে হন তাই গাঢ় নীল রঙের নেলপালিশ তাদের জন্য পারফেক্ট।

বৃশ্চিক রাশি যাদের তারা খুব ইমোশনাল হন তাই তাদের মনের নরম দিকটা ফুটিয়ে তুলতে গোলাপী শেডের নেলপালিশ পরতে পারেন।

ধনু রাশির জাতিকারা ভীষণ স্বাধীনচেতা এবং আশাবাদী হন তাই পার্পেল রঙ তাঁদের সাথে খুব ম্যাচ করে।

মকর রাশিতে যারা জন্মান তারা খুব উচ্চাকাঙ্খী এবং নিয়মানুবর্তী হন। তাই তাদের জন্য ন্যাচারাল এবং হালকা রঙের নেলপলিশই সেরা অপশন। রঙ হিসেবে ধূসর বা বাদামী সব থেকে ভালো হবে।

কুম্ভ রাশির জাতিকারা খুব সৎ, বিশ্বস্ত এবং ন্যাচারাল হন তাই নেলপালিশের রঙে ল্যাভেন্ডার বা হালকা প্যাস্টেল শেড তারা বেছে নিলেই সব থেকে ভালো হয়।

মীন রাশির জাতিকারা সব থেকে ইমোশনাল এবং দূরদৃষ্টিসম্পন্না হন তাই নরম গোলাপী বা বেগুনি রং হলো তাদের জন্য আদর্শ।

 

Mailing List