প্রশ্নের মুখে যোগীর বুলডোজার নীতি, দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন যারা

প্রশ্নের মুখে যোগীর বুলডোজার নীতি, দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন যারা
15 Jun 2022, 03:00 PM

প্রশ্নের মুখে যোগীর বুলডোজার নীতি, দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাইলেন যারা

 

বিশেষ প্রতিবেদন: উত্তরপ্রদেশে যোগী প্রশাসনের বুলডোজার নীতি নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। একাধিকমহল থেকে এই নীতি কড়া সমালোচনা শুরু হয়েছে। এই নিয়ে এমনিতেই চাপে রয়েছে যোগী সরকার। এবার তাঁদের চাপ আরও বাড়ল। এই ইস্যুতে এবার দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ প্রার্থনা করলেন দেশের একাধিক আইনজীবী, বর্তমান ও কয়েকজন প্রাক্তন বিচারপতি।

এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্নাকে চিঠি লিখলেন তাঁরা। তালিকায় রয়েছে ১২ জন। যোগী রাজ্যে বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙা হচ্ছে, এই অবস্থায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করতে অনুরোধ জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এর আগে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, পেগাসাস কেলেঙ্কারির মতো ঘটনায় নিজে থেকেই উদ্যোগ নিয়েছিল সুপ্রিম কোর্ট। পয়গম্বর সম্পর্কে সাসপেন্ডেড বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে অশান্তি চলছে। তাঁর মন্তব্যের বিরোধিতা করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় যোগী সরকার। থানায় আটকে রেখে নির্মম ভাবে মারধর করা হয় তাঁদের। সেই সঙ্গে তাঁদের ও তাঁদের নিকটাত্মীয়দের বাড়িঘরও বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি এম ভি রামান্নাকে এই চিঠি দিলেন আইন জগতের বিশিষ্টজনের। তালিকায় রয়েছেন, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি বি সুদর্শন রেড্ডি, ভি গোপালা গৌড়া।

Mailing List