নির্বাচন না হওয়ায় নির্বাসিত ভারতীয় কুস্তি ফেডারেশন, সমস্যায় কুস্তিগীররা

নির্বাচন না হওয়ায় নির্বাসিত ভারতীয় কুস্তি ফেডারেশন, সমস্যায় কুস্তিগীররা
24 Aug 2023, 03:49 PM

নির্বাচন না হওয়ায় নির্বাসিত ভারতীয় কুস্তি ফেডারেশন, সমস্যায় কুস্তিগীররা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: নির্বাসনের মুখে পড়ল ভারতীয় কুস্তি ফেডারেশন।গত মে মাসে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং সংস্থা নির্বাচনের কথা স্মরণ করিয়ে ভারতের কুস্তি সংগঠনকে-কে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল। এরপর একাধিকবার নির্বাচনের তারিখ ঠিক হয়েও পিছিয়ে যায়। ১২ অগস্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায় নির্বাচন।তাই রেয়াত করল না বিশ্ব কুস্তি সংস্থা, শেষমেশ নির্বাসিত হতে হল ভারতীয় কুস্তি সংস্থাকে।

গত এপ্রিল মাস থেকে ভারতীয় কুস্তি সংস্থায় অচলাবস্তা তৈরি হয়। সংস্থার সভাপতির ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ আন্দোলন শুরু করেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। এরফলেভারতীয় কুস্তি সংস্থা এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে। দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের গঠিত অ্যাড-হক কমিটি। তারা নির্বাচনের আয়োজন করছে।

নির্বাসন প্রত্যাহার না হওয়া পর্য‌ন্ত আন্তর্জাতিক ইভেন্টে ভারতের হয়ে অংশ নিতে পারবে না ভারতীয় কুস্তিগীররা। আন্তর্জাতিক কুস্তি সংস্থা দেখেছে ভারত তাদের কোনও নিয়ম পালন করছে না। তারা বহুবার শোকজও করেছে এই ইস্যুতে। কিন্তু জাতীয় সংস্থার কর্তারা কোনও উচ্চবাচ্য করেননি। তারই খেসারত দিতে হবে দেশের তারকা কুস্তিগিরদের। এশিয়ান গেমস ও প্যারিস অলিম্পিক্স এর আগে এটা বড় সমস্যা হিসেবে দেখা দিল।

ভারতীয় কুস্তিগীরদের অংশগ্রহণ করতে কোনও বাধা থাকছে না ঠিকই, তবে তাঁরা দেশের পতাকা নিয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন না। তাঁদের নামতে হবে নিরপেক্ষ হয়ে। অর্থাত্ বিশ্ব কুস্তি সংস্থার হয়েই। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে, যদি কোনও ভারতীয় কুস্তিগীর পদক ঝুলিয়ে পোডিয়ামেও দাঁড়ান, তাহলেও নেপথ্যে বাজবে না জাতীয় সঙ্গীত। কারণ সেই পদক ভারতের বলে গণ্য করা হবে না।

Mailing List