আরও বিপাকে অনুব্রত, দিল্লি হাইকোর্টে জামিন মামলার শুনানি পিছিয়ে ২৭ জুলাই

আরও বিপাকে অনুব্রত, দিল্লি হাইকোর্টে জামিন মামলার শুনানি পিছিয়ে ২৭ জুলাই
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরুপাচার মামলায় আরও বিপাকে বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লি হাইকোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। বুধবার আদালত জানিয়ে দিয়েছে আগামী ২৭ জুলাই তাঁর আবেদনের শুনানি হবে। এতেই বেকায়দায় অনুব্রত। ফলে আরও প্রায় ৪ মাস দিল্লির তিহাড় জেলেই কাটাতে হবে বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতাকে। বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় গত সপ্তাহেও দিল্লি হাইকোর্টে পিছিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি। বুধবার ২৯ মার্চ ছিল এই মামলার শুনানি। সেখানেই এই মামলা আরও ৪ মাস পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে দিল আদালত। মামলার পরবর্তী শুনানি ২৭ জুলাই। এদিকে ইডিকে চার সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। সেই রিপোর্টের কপি পাঠাতে হবে অনুব্রতর আইনজীবীকেও।
জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতকে ভার্চুয়ালি আদালতে পেশ করার আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। সেই আবেদনে সাড়া দেন বিচারপতি দীনেশ শর্মা। কিন্তু এদিন চার মাসের জন্য মামলা স্থগিত করে দেন বিচারপতি। এর আগে গত বছর আগস্ট মাসে গরুপাচার মামলায় বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তদন্তে তাঁর ও তাঁর পরিবার ও ঘনিষ্ঠ জনেদের নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মেলে। পরে তাঁকে ইডিও গ্রেফতার করে। গ্রেফতার হন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, তার হিসেবরক্ষক মণীশ কোঠারি। এখানেই শেষ নয়, অনুব্রতকন্যা সুকন্যাকে দিল্লিতে ডেকে জেরা করে ইডি। পরে তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করে ইডি। ওই মামলাতেই আপাতত তিনি দিল্লির তিহাড় জেলে বন্দি জীবন কাটাচ্ছেন।


