বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ও অর্থনৈতিক সংকট

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ও অর্থনৈতিক সংকট
22 Nov 2022, 11:15 PM

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ও অর্থনৈতিক সংকট

শেখর দত্ত

 

২১ নভেম্বর ২০২২। সকলে বসে গত রাতে শুরু হওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ তথা বিশ্বকাপ নিয়ে দেশে ফুটবল উন্মাদনা এবং ক্রম অগ্রসরায়মান অর্থনৈতিক সংকট সম্পর্কে কলামটা যখন লিখছি, তখন মনে পড়লো ৮৫ বছর আগের ঠিক এই দিনটির কথা। আমার জন্মেরও ৯ বছর আগে, তাই দিনটির সাক্ষী আমি নই। মাস খানেক আগে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে চাপ দিতে দিতে হঠাৎই এক চ্যানেলে দেখলাম, ধ্রুব বানার্জি পরিচালিত এবং পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমাটি। ঔপনিবেশিক শোষণ-শাসনে জর্জরিত বাংলার জনগণের ইংরেজদের ওপর ক্ষোভ ও স্বাধীনতার আকাংখার পটভূমিতে অবিভক্ত বাংলার ফুটবলের উষালগ্নের ইতিহাস নিয়ে ছবিটি নির্মিত।

 

খেলা বিশেষত ফুটবল নিয়ে উন্মাদনায় আমি আজও মজে থাকি। বাংলার ফুটবলের প্রবর্তক প্রবাদপ্রতীম পুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর নামটা জানতাম। কিন্তু রাজনীতির ডামাডোলের মধ্যে পড়ে ফুটবলের ইতিহাসটা ঠিক মনে করতে পারছিলাম না। তাই ছবিটা গভীর মনোযোগের সঙ্গে দেখে গুগলে সার্চ দিয়ে বাংলায় ফুটবলের ইতিহাস নিয়ে সব কিছু পড়ে নিলাম। ১৩৬ বছর আগে ১৮৭৮ সালে জমিদার-নন্দন নগেন্দ্র প্রসাদ যখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তখন ফুটবলে মেতে ওঠেন। ত্রিশ টাকা চাঁদা তুলে ইংরেজদের দোকান থেকে রাগবী বল কিনে প্রেসিডেন্সী কলেজ ও হিন্দু স্কুলের ছাত্ররা পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে নিয়ম কানুন ছাড়া এলোপাথারী খেলা শুরু করলেন। পা-হাতের ব্যবহার একই সঙ্গে চললো। পথচলা কিছু লোকও জুটে গেল ওই অদ্ভুত খেলা দেখতে।

 

আমাদের সেই পূর্ব পুরুষরাই ফুটবল উন্মাদনার জনক। এক পর্যায়ে প্রেসিডেন্সী কলেজের অধ্যাপক বি ভি স্ট্যাক বাঙালি বালকদের খেলা দেখে হেসেই খুন। তিনিই ছাত্রদের ফুটবল আর রাগবীর পার্থক্য বুঝিয়ে দিলেন। পরদিন ফুটবল নিয়ে আসলেন। বাঁশি হাতে রেফারীর কাজ করলেন। সেদিন আরো বেশি মানুষ খেলা দেখতে জুটেছিল। তাই বলা যেতে পারে, বাংলায় নগেন্দ্র প্রসাদ ছিলেন ফুটবল খেলার উদ্ভাবক, ধাত্রী ছিলেন স্ট্যাক সাহেব আর উন্মাদক ছিলেন নাম না জানা সেই পথযাত্রীরা।

 

১৯৭৮ থেকে ১৮৯৪। ষোল বছর চেষ্টা। নগেন্দ্র প্রসাদ বাঁধাবিঘœ জয় করে ১৮৮৪ গড়ে তোলেন ওয়েলিংটন ক্লাব। পরের বছর টাউন ক্লাব। পরে শোভাবাজার ক্লাব। ব্রিটিশ ভারত উন্মুক্ত ফুটবল প্রতিযোগিতায় ইংরেজদের সঙ্গে পর পর ৩ বছর পরাজয়। পরে জয়। ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত হলো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তারপর ভারতীয় দলগুলোর পরাজয় আর পরাজয়। ৪১ বছর পর শিবদাস ভাদুরীর নেতৃত্বে কলকাতা মোহনবাগান আইএফএ শিল্ড জিতে নিল। বিস্মিত ও গর্বিত হতে হয় এজন্য যে, ১১ জন বাঙালি খেলোয়ারের মধ্যে ১০ জনই ছিল পূর্ব বাংলার।

 

বাংলার ফুটবল প্রথম থেকেই যুক্ত হয়ে যায় রাজনীতি তথা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। ফুটবল নিয়ে উন্মাদনা শুরু হওয়ার দিনগুলোতে জন্ম নেয় ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের । একটু খেয়াল করলেই দেখা যাবে, পর্যায় ক্রমে মোহনবাগানের সঙ্গে আরো দুটো উচ্চমানের দল যুক্ত হয়। ১৮৯১ সালে মহামেডান এবং ১৯২০ সালে ইস্ট বেঙ্গল। বাংলার তৎকালিন রাজনীতির সঙ্গে এ দুটো ক্লাবের জন্মের সম্পর্ক বিষয়টি গভীর অনুসন্ধিৎসার বিষয়। তবে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ছিলেন মহামেডানের সঙ্গে সম্পর্কযুক্ত আর ঘটি-বাঙ্গাল প্রতিদ্বন্দ্বিতা যুক্ত হয় মোহনবাগান আর ইস্ট বেঙলের মধ্যে।

 

তবে বাংলার রাজনীতি বিদ্বেষ ও হানাহানির দিকে ধাবিত হলো। কিন্তু ফুটবলে তেমন হয় না। প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ঐক্যই যে ফুটবলের প্রাণ। মোহনবাগান যখন ইংরেজদের ক্লাবকে পরাজিত করে আইএফএ শিল্ড জেতে তখন মহামেডান ক্লাবের সদস্য-সমর্থকরা ‘ তাদের হিন্দু ভাইদের জয়ে আনন্দ উত্তেজনায় প্রায় পাগল এবং মাটিতে গড়াগড়ি দিচ্ছিল।’ এখানেই বাংলার ফুটবলের সঙ্গে বাংলার রাজনীতির পার্থক্য; ফুটবলের সৌন্দর্য ও স্বার্থকতা।

 

বাংলার সাহিত্য-সংস্কৃতিতে ফুটবলের এই মহান ধারা প্রবাহমান। রবীন্দ্রনাথ থেকে নজরুল সবাই ফুটবল নিয়ে লিখেছেন। কবিগুরু যখন কোনো এক শক্ত-সামর্থ্য যুবকের কথা ভাবেন তখন বাসে মেয়েদের উত্যক্তকারিকে শায়েস্তা করে ফুটবল বীরের কথা ভেবে লেখেন,‘ ‘ মুখ থেকে টেনে ফেলে দিলেম চুরোট রাস্তায়।/ হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে- / আর কিছু বললে না, এক লাফে নেমে গেল। / বোধ হয় আমাকে চেনে।/ আমার নাম আছে ফুটবল খেলায়,/ বেশ একটু চওড়া গোছের নাম।’

 

আর বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি নজরুল ফুটবল আর রাজনীতিকে এক সঙ্গেই টেনে আনেন। বিভক্ত ও নির্লিপ্ত স্বাধীনতাকামীদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করে লেখেন, “জোর জমিয়েছে খেলা।/ ক্যালকাটা মাঠে সহসা বিকাল বেলা।/.... ময়দানে জোর ভিড় জমিয়েছে বড় ছোট মাঝারি,/ স্বদেশি বিদেশি লোভী নির্লোভ হেটো, মেঠো বাজারী।/ এই দিকে ‘রাজি’, ওদিকে ‘নারাজি’ দল/ সেন্টারে পড়ে আছে ‘ভারতের স্বাধীনতা’ ফুটবল।” স্বাধীনতার জন্য দল-মত নির্বিশেষে ঐক্য নিয়ে কবির ব্যাকুলতা ফুটবল দিয়ে প্রকাশ করেছেন, বিশেষত বাঙালির ফুটবল উন্মাদনা ছিল বলেই।

 

ধান ভানতে শিবের গীতের মতো ১৯৩৭ সালের আজকের দিনটির কথা স্মরণ করে ফুটবলের ইতিহাস নিয়ে আকাশ-পাতাল নানা কথা বলে ফেললাম। ওই বছর ইংল্যান্ডের নামী-দামী কোরিন্থিয়ান ফুটবল ক্লাব এসেছে ঢাকায় খেলতে। দূরপ্রাচ্য-বার্মা-কলকাতায় যেসব দলের সঙ্গে খেলেছে সব দল হেরেছে, কেবল কলকাতা মহামেডান ছাড়া। খেলাটি ড্র হয়েছিল। ঢাকা স্পেটিং ইউনিয়নের (ডিএসএ) সঙ্গে ওইদিন বিকেলে খেলা। জগন্নাথ কলেজের ছাত্র মন্টু (পাখি) সেন পাখির মতো বল নিয়ে দৌড়ে গিয়ে গোল করে দলকে বিজয়ী করলেন। কয়েক হাজার দর্শকের সে কি উল্লাস! ইংরেজদের বিরুদ্ধে জয় মানে স্বাধীনতা আন্দোলনের জয়!

খেলা শেষে পরাজিত দলের অধিনায়ক পি বি ক্লার্ক জয়ী দলকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে বললেন, ‘রয়েল বেঙল টাইগারের নাম শুনেছিলাম। এবার চোখে দেখলাম।’ সেই দিনও নেই অযোধ্যও নেই। ২১১টি দেশের মধ্যে বাংলাদেশের ফুটবল এখন ১৯২ তম। বিশ্ব নয়, ফুটবলে সার্ক বিজয় আমাদের লক্ষ্য। মহিলা দল সার্ক চ্যাম্পিয়ান হলেও ফুটবল তেমন এগুচ্ছে না। এগুচ্ছে ক্রিকেট। তবে ফুটবলপ্রেমীরা আছে দেশ নয়, বিদেশের ফুটবল নিয়ে উন্মাদনায় মেতে।

 

পাগলামী-আবেগ-উত্তেজনা-উচ্ছ্বাস সব ফুটবল নিয়ে। যদি তা না হতো, তবে জমি বিক্রি করে ৫ কি মি দীর্ঘ পতাকা কিংবা ৫ গ্রাম মিলে ৩১ লাখ টাকা খরচ করে পতাকা বানানো প্রভৃতি হতো না। অর্থ কষ্ট ধেয়ে আসছে এমন ভাবনায় শংকিত হয়ে যারা ঐতিহাসিকভাবে প্রাপ্ত পাগলামী-আবেগ-উত্তেজনা-উচ্ছাস নিয়ে শংকিত হন বা সমালোচনা করেন, তাদের দলে আমি নই।

 

এক হিসেবে জানা যায়, ফুটবল আয়োজন করতে কাতারের ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি মার্কিন ডলার। অর্থনীতিতে যুক্ত হবে ১ হাজার ৭০০ কোটি ডলার। ব্যয় ও আয়ের তফাতটা কি কেবল পাগলামী-আবেগ-উত্তেজনা-উচ্ছ্বাসের মূল্য! বোধকরি নয়। এই ব্যয় বিশ্ব দরবারে কাতারকে মাথা উঁচু করে নব নব বিজয় ছিনিয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে। টাকার মূল্য আর অনুপ্রেরণার মূল্য। কোনটার বেশি? এই প্রশ্নের উত্তরের ভার পাঠকদের হাতেই ছেড়ে দিলাম।

 

ট্রাঞ্চে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মানুষ জীবনের গান গায়। আমরাও মুক্তিযুদ্ধের সময় গেয়েছি। ক্যাম্পে প্রতিদিনের যৎসামান্য খাদ্য বরাদ্দ থেকে অর্থ বাঁচিয়ে মাস শেষে ফিস্ট খেয়েছি। সর্বোপরি বর্তমানে অর্থনৈতিক সংকট নিয়ে শংকার মধ্যেও এসব পাগলামী-আবেগ-উত্তেজনা-উচ্ছ্বাস আমাদের জাতির অর্থনৈতিক সামর্থের বহিঃপ্রকাশ। দল-মত-ধর্ম-শ্রেণী-লিঙ্গ নির্বিশেষে সামাজিক-সাংস্কৃতিক মিলন, ঐক্য ও সংহতির সেতু, সুস্থ প্রতিযোগিতার বহিঃপ্রকাশ। করোনা দুর্যোগের মধ্যেও অর্থনৈতিক সংকটের শংকায় মানুষের হতাশা প্রকাশ পেয়েছে। কিন্তু মানুষ ঐক্যবদ্ধ থেকে মানবতার জয়গান গেয়েছে। আসলে বাধা-বিঘœ, ঝড়-ঝঞ্ঝা পাড়ি দিয়ে জীবনের জয়গান গেয়ে বিজয়ী হওয়াটাই তো আনন্দের-উৎসবের। ফুটবল উন্মাদনা আমাদের আগামী দিনের বিজয়ের সেই বার্তাই দিয়ে যায়।

 

বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানে আমীর শেখ তামিম বিন হামাদ আলী খান কাতারের আল বায়ত স্টেডিয়ামে ধারন ক্ষমতার বেশি দর্শক ও বিশ্বকে সাক্ষী রেখে বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে!’ মানুষের, মানবতা ঐক্য আসলেই দারুণ এক অনুভূতি। দেশে-দেশে, বিশ্ব সমাজে যার আজ বড়ই প্রয়োজন। অপরিনামদর্শী-অশুভ অস্ত্রযুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধের পরিনামে সংকট থেকে মুক্তির একমাত্র উপায়। জয় আমাদের ফুটবল উন্মাদনার জয়। জয় আমাদের অর্থনৈতিক সামর্থের জয়। জয় আমাদের অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পাওয়ার সংগ্রামের জয়। বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে জয় বাংলার জয়।

লেখক: বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক।

Mailing List