প্রাচীন খন গান-কে বাঁচাতে কর্মশালা কুশমান্ডিতে  

প্রাচীন খন গান-কে বাঁচাতে কর্মশালা কুশমান্ডিতে   
10 Aug 2022, 09:41 PM

প্রাচীন খন গান-কে বাঁচাতে কর্মশালা কুশমান্ডিতে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন লোক শিল্প খন গান পুনর্জীবিত করে তুলতে প্রথম থেকেই উদ্যোগী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই লক্ষ্যেই আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি  ব্লকের উদ্যোগে জেলার প্রাচীন লোক গান খন পালাগান বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের ভিডিও অমরজ্যোতি সরকার, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন খন পালা গান বিষয়ক এই কর্মশালায় জেলার বরিষ্ঠ খন পালা গায়করা খনপালা গান পরিবেশন করেন। পাশাপাশি নতুন প্রজন্মের খন পালাগানের গায়কদের প্রশিক্ষণ দেওয়া হয় এই কর্মশালায়। এছাড়াও খন পালা গান সম্পর্কে উপস্থিত থাকা বিশিষ্টজনেরা তাদের মতামত ব্যক্ত করেন। এ বিষয়ে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ মন্ডল বলেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রথম থেকে যে সমস্ত প্রকল্পগুলি চালু হয়েছিল তার মধ্যে অন্যতম  লোকপ্রসার প্রকল্প। আর এই লোকপ্রসার প্রকল্পের অংশ হিসেবেই আজ এই কর্মশালা।

Mailing List