মহিলাদের ডায়াবেটিস! ঠিক বয়স থেকে শুরু হোক স্ক্রিনিং

মহিলাদের ডায়াবেটিস! ঠিক বয়স থেকে শুরু হোক স্ক্রিনিং
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ পুরুষদের তুলনায় মহিলাদের(womens) ডায়াবেটিস আলাদা রকমের হয়। ভারতে ৩৫ বছর থেকে ৪৯ বছর বয়সি ১০ জন মহিলার মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত হন।
তবে মহিলাদের যেকোনও বয়সেই ডায়াবেটিস হতে পারে। কৈশোর এবং বয়ঃসন্ধিকালে মহিলাদের টাইপ-১ এবং টাইপ ২ ডায়াবেটিস দুটোই হতে পারে। মহিলাদের মেনোপজ না হওয়া পর্যন্ত পুরুষদের তুলনায় টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিছুটা কম থাকে। তবে মেনোপজের পর টাইপ-২ ডায়াবেটিস(diabetis) এবং হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে।
সাধারণত মহিলারা কম সক্রিয় বলে তাঁদের ওজন দ্রুত বাড়ে। এছাড়া তারা ঘরোয়া ও অন্যান্য সমস্যার কারণে যথেষ্ট চাপে ,যা তাঁদের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
উপসর্গ
ডায়াবেটিসের উপসর্গ পুরুষদের মতো প্রায় একই। এর মধ্যে রয়েছে অতিরিক্ত তেষ্টা পাওয়া, প্রস্রাব হওয়া, ক্ষত না শুকনো এবং ক্লান্তি। যৌনাঙ্গে সংক্রমণ প্রায়ই প্রথম লক্ষণ। এছাড়া যদি তাঁদের ভালভোভ্যাজিনাটিস থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।
সতর্কতা
ছোট থেকেই পুষ্টিকর খাবার খাওয়া অভ্যেস। এর পাশাপাশি কিশোরী বয়স থেকে বাইরে খেলতে উৎসাহ প্রদান করা। সেইসঙ্গে বয়ঃসন্ধির সময় হরমোনের ওঠানামার খেয়াল রাখা উচিৎ, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে।


