মহিলারা উজাড় করে ভোট দিয়েছেন, তাই মমতার মন্ত্রিসভায় মহিলা মন্ত্রী ৯

মহিলারা উজাড় করে ভোট দিয়েছেন, তাই মমতার মন্ত্রিসভায় মহিলা মন্ত্রী ৯
11 May 2021, 12:06 PM

মহিলারা উজাড় করে ভোট দিয়েছেন, তাই মমতার মন্ত্রিসভায় মহিলা মন্ত্রী ৯

 

প্রতিটি জনসভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। আর মহিলারা যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার স্থান, তা তিনি বারেবারে প্রকাশ্যেই বলছেন। শুধু ভোট দেওয়ার জন্য নয়, যদি বিরোধীথেকে কেন্দ্রীয় বাহিনী জটিলতা তৈরি করে, তাতেও মহিলাদের প্রতিবাদ করতে বলেছেন। হাতা, খুন্তি নিয়ে বেরোতে বলেছিলেন। আর গণনা শেষে দেখা গেল, বিপুল জনাদেশ। আগের থেকেও বেশি আসন, বেশি ক্ষমতা নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিয়েছেন বাংলার মানুষ। মহিলাদের যে উজাড় করা ভালোবাসা তিনি পেয়েছেন, তাঁরা যে বাংলার মেয়েকেই চেয়েছেন, তা স্বীকার করতেও ভোলেননি।

 

না, শুধু মুখে স্বীকার করে বসে রয়েছেন তা নয়। কাজেও তার প্রতিফলন ঘটিয়েছেন সরকার গঠন করতে গিয়েই। ২০১৬ সালে যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন, বিপুল আয়োজন করে কলকাতার রেড রোডে ২৭ মে শপথ নিয়েছিলেন, তখন তাঁর মন্ত্রিসভায় মমতা বাদে মহিলা মন্ত্রীর সংখ্যা ছিল মাত্র দুই। শশী পাঁজা এবং সন্ধ্যারানি টুডু। আর এবার ৪৪ সদস্যের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীকে নিয়ে মহিলা মন্ত্রীর সংখ্যা হল ৯ জন। একজন মুখ্যমন্ত্রী।তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাইরে এক একজন পূর্ণমন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রী।

 

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্স, প্যারসোনেল এণ্ড অ্যাডমিনিস্ট্রেশন, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার, রিফিউজি এবং পূণর্বাসন, তথ্য ও সংস্কৃতি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী এর বাইরে রয়ছেন।

 

৮ মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন শশী পাঁজা। তিনি নারী ও শিশু কল্যান দফতরেই রয়েছেন এবারও। চন্দ্রিমা ভট্টাচার্য, রত্ন দে নাগ এবং সন্ধ্যারানি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। চন্দ্রিমা ভট্টাচার্য পুর ও নগরোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তারই সঙ্গে স্বাস্থ্য, রিফিউজি ও পুণর্বাসন, বূমি ও ভূমি সংস্কারের দফতরেরও প্রতিমন্ত্রী। রত্না দে নাগ পরিবেশের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে। সন্ধ্যারানি টুডু  পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর স্বাধীনভাবে দেখার পাশাপাশি পরিষদীয়মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হয়েকাজ করবেন।

আর শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডি প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন। শিউলি পঞ্চায়েত, সাবিনা সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন, বীরবাহা বন এবং জ্যোৎস্না খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী।

 

এখানে আরও একটি বিষয় লক্ষ্যনীয়, রাজ্যের বিভিন্ন এলাকার মহিলাদের স্থান দেওয়া হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ও গুরুত্ব পেয়েছে। যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচক্ষণতার পরিচয় বলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। 

 

Mailing List