মহিলারাও জুয়া খেলেন, মালদার জুয়াড়ি মেলার কাহিনী জানেন?

মহিলারাও জুয়া খেলেন, মালদার জুয়াড়ি মেলার কাহিনী জানেন?
30 Nov 2022, 12:11 AM

মহিলারাও জুয়া খেলেন, মালদার জুয়াড়ি মেলার কাহিনী জানেন?

 

নারায়ণ সরকার, মালদা

     

মূলা ষষ্ঠী উপলক্ষে মালদহের পুরাতন মালদার মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে জমজমাট জুয়াড়ি মেলা। লেউড়ির মেলা বলেও বিখ্যাত এই মেলা। বিশেষ ধরনের মিষ্টান্ন লেউড়ি শুধু এই মেলাতেই পাওয়া যায়।

মেলায় আগতরা জানালেন, মা বেহুলা কে কেন্দ্র করে প্রতিবছর মূলা ষষ্ঠী উপলক্ষে বসে জমজমাট মেলা। মেলায় অন্যান্য মিষ্টান্নর পাশাপাশি বিক্রি হয় বিখ্যাত লেওড়ির মিষ্টান্ন। পাশাপাশি, রীতি মেনে মহিলারাও জুয়া খেলেন এই মেলায়। এদিন সকাল থেকেই বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমা পূজার্চনা করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করতেই মহিলারা পুজোয় অংশ নেন।

মহিলারা জানিয়েছেন, পূজার অন্যান্য সামগ্রীর পাশাপাশি প্রাসাদে দেওয়া হয় লেউড়ি মিষ্টান্ন। সকাল থেকে শুরু হয় মেলা সন্ধ্যে নামতেই শেষ হয় মেলা। এই মেলা কতটা প্রাচীন তা নিয়ে সংশয় রয়েছে। তবে ষাটোর্ধ বীণা দাস বলেন, আমরা বাপ-ঠাকুর্দার মুখেও শুনেছি এই মেলার কাহিনী। মূলত, বেহুলার মতো যাতে কারও ভাগ্য না হয়, সেই মঙ্গল কামনাতেই এই মেলা। এখানে মহিলারাও জুয়া খেলায় অংশ নেন।

এই মেলায় বিশেষ আকর্ষণ জুয়া খেলা ৮ থেকে ৮০ সকলেই জুয়া খেলায় মেতে ওঠেন। প্রবেশ অবাধ। ধর্মীর রীতির কারণে প্রশাসনের দিক থেকে এই দিনটিকে ছাড় দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে খবর।

Mailing List