৪৮ ঘন্টার মধ্যে ফের মাঝপথে দাঁড়িয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস, উদ্বেগে যাত্রীরা

৪৮ ঘন্টার মধ্যে ফের মাঝপথে দাঁড়িয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস, উদ্বেগে যাত্রীরা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের খবরের শিরোমামে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া- পুরীর পর এবার হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। ফের মাঝপথে থমকে গেল বন্দে ভারত এক্সপ্রেস। এবার বোলপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ল হাওড়াগামী ডাউন এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালবৈশাখীর দাপটে গুসকরার কাছে ওভারহেড বিদ্যুতের তারে গাছপালা এসে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তার জেরেই মাঝপথে থমকে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে কেবল বন্দে ভারত এক্সপ্রেস নয়, সরাইঘাট এক্সপ্রেস সহ গুসকরা শাখায় আপ এবং ডাউন লাইনে একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পূর্ব রেলের কর্তা এবং ইঞ্জিনিয়াররা।
রেল সূত্রে খবর, কালবৈশাখীর জেরে গুসকরা শাখায় ট্রেনের ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ায় তার ছিঁড়ে ট্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, বনপাস ও ভেদিয়ার মাঝে ওভারহেডের তারে কিছু গাছের ডাল এসে পড়ে। তার ফলে গুসকরা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সন্ধে সাড়ে ৮টা থেকে বোলপুর স্টেশনে এনজেপি-হাওড়া বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়েছিল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বন্দে ভারতের এসিও বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ এসি বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের ভিতর চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।


