টি২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার, ক্ষমাও চাইলেন ওয়ার্নার  

টি২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার, ক্ষমাও চাইলেন ওয়ার্নার   
21 Nov 2023, 06:10 PM

টি২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার, ক্ষমাও চাইলেন ওয়ার্নার

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জিতে ভারতীয় সমর্থকদের থেকে ক্ষমা চেয়ে নিলেন ডেভিড ওয়ার্নার। অজি তারকা লেখেন, 'আমি ক্ষমা চাইছি। দুর্দান্ত একটা ম্যাচ খেললাম। খুব ভাল পরিবেশ ছিল। ভারত খুব ভাল একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। সকলকে ধন্যবাদ।' ওয়ার্নারের উত্তরের পর যদিও সেই সমর্থক নিজের পোস্ট মুছে দেন। ফলে ওয়ার্নারের পোস্টটিও মুছে যায়। ওয়ার্নার ১১টি ম্যাচে ৫৩৫ রান করেছেন এ বারের বিশ্বকাপে।এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ  ফাইনালে হৃদয় বিদারক এক হারের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। একটানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার  কাছে হার কোনো ভাবেই মানতে পারছেন না ভারতীয়রা। স্পষ্টতই ভারতকে এই বিশ্বকাপের জন্য সকলে ফেবারিট মনে করলেও, ভারতের এই হারের পর মেনে পড়েছেন অনেকেই।বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন তারকা অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, “অবশ্য শেষ মুহূর্তে এসে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তার পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। ওয়ার্নার এবারের বিশ্বকাপে অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন। ৪৮.৬৩ গড়ে ৫৩৫ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ধারণা করা হচ্ছে, বিশ্রাম নিতেই নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্নার। সফলভাবে বিশ্বকাপ জেতার পরেই দেশে ফিরে আসবেন ডেভিড ওয়ার্নার।” আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে অজিরা। এর পর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই দুটি প্রতিযোগিতায় ওয়ার্নার খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।

Mailing List