রোহিতরা কাপ জয়ের দুয়ারে, ক্রিকেট থেকে অনেক দূরে পাহাড়ে ঘুরছেন ধোনি
রোহিতরা কাপ জয়ের দুয়ারে, ক্রিকেট থেকে অনেক দূরে পাহাড়ে ঘুরছেন ধোনি
আনফোল্ড বাংলৈা স্পোর্টস ডেস্ক: ভারত বিশ্বকাপ জ্বরে ভুগলেও ধোনি ক্রিকেট থেকে অনেক দূরে। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে দেখা যাচ্ছে, ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীকে।বিশ্বকাপের একটি ম্যাচেও তাঁকে গ্যালারিতে দেখা যায়নি ধোনিকে, ক্রিকেট থেকে অনেক দূরে আলমোড়ায় পাহাড়ী এক জনপদে নিজের মতো সময় কাটাচ্ছেন মাহি। তাঁদের বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলের ছোট্ট সুন্দর গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ধোনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, সময় কাটাচ্ছেন। তাঁদের আবদার মেটাতেই বেশি ব্যস্ত ধোনি।
দূরে উত্তরাখণ্ডের আলমোড়ায় নিজের পৈতৃক গ্রাম লাওলিতে আসেন। সঙ্গে আছেন স্ত্রী সাক্ষী। গ্রামে এসে মন্দিরে বিশেষ পুজো দেন। আর সেই খবর চাউর হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। নিজের চোখের সামনে একবার ধোনিকে দেখতে অনেকে চলে আসেন।
ধোনি এবং সাক্ষীর সেই সফরের একাধিক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে যে কানে ফোন দিয়ে হাত দিয়ে কিছু একটা দেখিয়ে দেওয়ার ইঙ্গিত করছেন ধোনি।
২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। সেই ম্যাচে ধোনির রান আউটের দৃশ্যটা ভারতীয় ক্রিকেটের অন্যতম বেদনার দৃশ্য। শেষ ২০১৯ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে অধিনায়কত্ব না করলেও দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার অপ্রত্যাশিত রান আউট কোটি কোটি ভক্তদের সপ্ন ভঙ্গ করে দিয়েছিলো। তিনি সেই ম্যাচে ৭২ বলে ৫০ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন।


