Winter Gardening: ছাদবাগানে কোন কোন ফুলের গাছ লাগাবেন?

Winter Gardening: ছাদবাগানে কোন কোন ফুলের গাছ লাগাবেন?
20 Nov 2023, 07:15 PM

Winter Gardening: ছাদবাগানে কোন কোন ফুলের গাছ লাগাবেন?

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ শীত মানেই রুক্ষতা? একেবারেই না, যদি ছাদবাগানে থাকে এই সব ফুলের গাছ। প্রকৃতির এই বাহারি রং আপনার মনেও জোগাবে উষ্ণতা।

প্যান্সি- শীতে এই গাছে ফুল ধরে খুব। অনেক রঙের হয়। দেখতে খুবই আকর্ষণীয়।

উইন্টার জেসমিন- শীতের ধূসরতা কাটাতে এই উজ্জ্বল হলুদ রঙের জুঁই রাখুন আপনার ছাদবাগানের কালেকশনে। বর্ণে, গন্ধে এই ফুল আপনার মন ভাল করবে নিঃসন্দেহে।

হেলেবোর্স(Helebors)- এই ফুল ক্রিসমাস রোস নামেও পরিচিত। সাদা, গোলাপি, পার্পল - নানা রঙের হয়। অল্প পরিচর্যাতেই এই গাছ বেড়ে ওঠে।

উইচ হ্যাজেল- নাম শুনে ভয় পাবেন না যেন। পড়ন্ত শীতে এই ফুল ফোটে। হলুদ আর কমলা রঙের হয়। এই ফুলের অসাধারণ সুবাস। বাগানে ফুটলে শোভা তো বাড়াবেই, সঙ্গে আপনার মনও ভাল করবে।

স্নো-ড্রপস (Snow drops)- এই ফুল আশার প্রতীক। সাদা রঙের লণ্ঠনের মতো ঝুলে থাকে গাছে। থোকায় থোকায় ফুল হয়।

উইন্টার একোনাইট- হলুদ রঙের এই ফুল বাগানে ফুটে থাকলে দেখে মনে হবে ছোট ছোট সূর্য ঘিরে রয়েছে চারপাশে। গাছগুলো খুব বড় হয় না। কিন্তু ফুল হয় প্রচুর।

ক্যামেলিয়া- বাগানের সৌন্দর্য বাড়াতে ক্যামেলিয়া রাখতেই হবে। গোলাপি রঙের এই ফুলকে শীতের রানি বললেও অত্যুক্তি হবে না।

Mailing List