সোনা জিতে চোখে জল স্মৃতির, জানালেন নীরজের ভূমিকা

সোনা জিতে চোখে জল স্মৃতির, জানালেন নীরজের ভূমিকা
25 Sep 2023, 11:15 PM

সোনা জিতে চোখে জল স্মৃতির, জানালেন নীরজের ভূমিকা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: প্রত্যাশা ছিলই। সেই প্রত্যাশা পূর্ণ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসের প্রথমবারই সোনা জিতল ভারত। এই অনন্য সম্মান দেশকে এনে দিয়ে আবেগপ্রবণ স্মৃতি মান্ধানা। যখন পোডিয়ামে জাতীয় সঙ্গীত বেজে ওঠে, নিজেকে সামলাতে পারেননি তিনি। কেঁদে ফেলেন স্মৃতি।

এশিয়াডের ফাইনালে ১১৬ রান পুঁজি থাকলেও, এই পিচে যে ব্যাট করা সহজ নয়, তা এদিন ভারতীয় ইনিংস দেখেই বোঝা গিয়েছিল। তবে ম্যাচ জিততে কিন্তু শুরুতে উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। ঠিক সেই কাজটাই করে দেখান বাংলার তরুণ বোলার তিতাস। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়াডের মেগা ফাইনালেও ঝলসে উঠেনন হুগলি জেলার বঙ্গ তনয়া। বোলিং ফিগার ৪-১-৬-৩। 

পদক জেতার পর  চোখে জল দেখা গেল স্মৃতি মান্ধানার। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সোনার মেয়ে মান্ধানা জানিয়েছেন, 'জাতীয় পতাকা উড়তে শুরু করল, বেজে উঠল জাতীয় সঙ্গীত, তখন আনন্দে চোখে জল চলে এসেছিল। এই মুহূ্র্তটা আমাদের কাছে স্পেশাল।'

ভারতীয় দলের সহ অধিনায়ক উ‌্ল্লেখ করেছেন, ‘নীরজ চোপড়াকে দেখে ভাবতাম আমাদের জন্যও এমন এমন হবে। কিন্তু একাধিকবার সামনে গিয়েও নিজেদের সেরাটা দিতে না পারায় খালি হাতে ফিরতে হয়েছে। এশিয়ান গেমসে আমরা সেরাটা দিয়ছি। স্বপ্নপূরণ হয়েছে। আমরা ভারতীয় দলের পদক তালিকায় অবদান রাখতে পেরে সত্যিই খুব খুশি।”

ভারত শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে দেয়। এই ম্যাচে ১১৭ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় মহিলারা। এর পিছু ধাওয়া করতে গিয়ে ৯৭ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা।

Mailing List