পদত্যাগ করবেন? দ্রুত সিদ্ধান্ত জানাবেন ইগর স্টিমাচ

পদত্যাগ করবেন? দ্রুত সিদ্ধান্ত জানাবেন ইগর স্টিমাচ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের বিদায়ের পর স্টিমাচের পদত্যাগ নিয়ে জল্পনা। জাতীয় কোচ বলেনবলেন, 'ফেডারেশন জানে আমি কী চাইছি। সেটা অর্থ নয়। আমি চাই জাতীয় দলের ফুটবলারদের পর্যাপ্ত সময় দেওয়া হোক তৈরি হওয়ার জন্য। সেটা কি আমরা পাচ্ছি? যদি আমাদের সাফল্য পেতে হয়, তা হলে আমাকে ফুটবলারদের সঙ্গে সময় দিতে হবে। গত সাড়ে চার বছর ধরে আমি বোঝানোর চেষ্টা করছি যে, আমার কী চাই। কিন্তু সব কিছু নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেব আমি কী করব।'
তিনি আরও বলেন, "আগেও বলেছি, আবার বলছি একজোট হয়ে কাজ করলে তবেই আসবে সাফল্য আসবে। এটা সবার আগে মাথায় রাখা উচিত। বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে সাফল্য পেতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার কিছু পছন্দের ফুটবলার আছে। তাদের নিয়ে কাজ করতে চাই। ওদের ছাড়া কাজ করতে পারব না।"১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া দলের অংশ স্টিমাচের এই কথা ভারতীয় ফুটবলে বিতর্কের ঝড় তুলেছে। স্টিমাচ, যিনি ২০১৯ সাল থেকে দায়িত্বে ছিলেন এবং ভারতকে পরের বছরের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বলেছেন, ‘এখানে আসার আগে কিছু লোক আমাদের সঙ্গে যা করার চেষ্টা করছে তা সত্যিই লজ্জাজনক।’ বসনিয়ান ওয়েবসাইট ‘মেরিডিয়ান স্পোর্ট’ অনুসারে স্টিমাচ ৫০ বছর বয়সি প্রাক্তন সার্বিয়া এবং অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড সাভো মিলোসেভিকের সঙ্গে এই পদের জন্য বিবেচনা করা হচ্ছে।


