পন্থ আইপিএল খেলবেন? এখনও নিশ্চিত নন সৌরভ

পন্থ আইপিএল খেলবেন? এখনও নিশ্চিত নন সৌরভ
12 Nov 2023, 09:30 AM

পন্থ আইপিএল খেলবেন? এখনও নিশ্চিত নন সৌরভ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: দুর্ঘটনার পর মাঠে ফেরার লড়াই শুরু করেন পন্থ। ছয় মাসেরও বেশি সময় ধরে রিহ্যাব করছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। আইপিএলের আগেই নিজেকে সম্পূর্ণ ফিট প্রমাণ করতে মরিয়া ভারতীয় দলের তারকা ক্রিকেটার। কলকাতায় দিল্লি ক্যাপিটালস দলের শিবিরেও উপস্থিত ছিলেন ঋষভ। পন্থের আইপিএল খেলা প্রসঙ্গে সৌরভ বলেন, ‘মনে করা হচ্ছে আইপিএলের আগে পুরো সুস্থ হয়ে উঠবে। দেখা যাক, হলে সবথেকে আমাদেরই ভালো।’

 

সেমিফাইনালে প্রাক্তন বোর্ড সভাপতির বাজি ভারত। আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে রোহিত শর্মাদের রেকর্ড খুব একটা ভাল নয়। কিন্তু সেই নিয়ে ভাবিত নন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, "আগের রেকর্ড নিয়ে ভেবে কি হবে? আগে কী হয়েছে তাতে কিছু যায় আসে না। টানা সাতটা ম্যাচ জিতেছে ভারত। দুর্দান্ত খেলছে। ভারত সেমিফাইনালে ফেভারিট। এই বিশ্বকাপে ভারতীয় দলের ইতিবাচক দিক বিশ্লেষণ করতে গিয়ে সৌরভ বলেন, ‘দারুন একটা দল, ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই খুব ভা‌লো। টানা আট ম্যাচে জয়, অসাধারণ।এর থেকে ভালো কিছু হতে পারে না।’

একইসঙ্গে সৌরভ বলেছেন, 'এখনও পর্যন্ত এই বোলিং লাইন-আপই ভারতের সেরা কিনা, সেটা আমি বলতে পারব না। ২০০৩ বিশ্বকাপে আশিস নেহরা, জাহির খান ও জাভাগল শ্রীনাথও অসাধারণ বল করেছিল। তবে বুমরা-শামি ও সিরাজের দেখে রোমাঞ্চিত লাগছে। বুমরা দলে থাকলে বিরাট পার্থক্য গড়ে দেয়। বাকি দু'জনও রীতিমতো চাপে রাখে। তবে বুমরার প্রভাব মারাত্মক।'

Mailing List