পাকিস্তান কী বিশ্বকাপে অংশগ্রহণ করবে? আসরে নামলো আইসিসি

পাকিস্তান কী বিশ্বকাপে অংশগ্রহণ করবে? আসরে নামলো আইসিসি
31 May 2023, 08:20 PM

পাকিস্তান কী বিশ্বকাপে অংশগ্রহণ করবে? আসরে নামলো আইসিসি

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ভারত পাক ক্রিকেট (Inidia-Pak) জটিলতার অবসান ঘটাতে আসরে নামল আইসিসি। আইসিসি (ICC) অবশ্য পাক বোর্ড এবং ভারতীয় বোর্ডের মধ্যে একটা মধ্যস্থতা করতে চাইছে। এশিয়া কাপ (Asia cup) এবং বিশ্বকাপ (World cup) দুটোই যাতে সুষ্ঠু ভাবে আয়োজন করা যায় সেই চেষ্টা করছে তারা।

 সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সিইও জিওফ অ্যালার্ডাইস লাহোরে গিয়েছিলেন মূলত পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে কথা বলতেই। সম্প্রতি নাজম শেট্টি জানিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তানে না যায়, তা হলে তাঁরাও বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পিসিবির কাছ নিশ্চিয়তা দাবি করেছে আইসিসি। এমনকি বিশ্বকাপে পাকিস্তানের হাইব্রিড মডেল (নিরপেক্ষ দেশে খেলা) যে বাস্তবায়ন কোনও ভাবেই সম্ভব নয় তা পরিষ্কার করে দেওয়া হয়েছে পাকিস্তানের কাছে।

সূত্র জানিয়েছে, ‘শেঠি এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেলের পরামর্শ দিয়েছেন, যা বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে। তবে কর্মকর্তারা উদ্বিগ্ন যে এই মডেলটি যদি আঞ্চলিক প্রতিযোগিতার জন্য গ্রহণ করা হয়, তাহলে পিসিবি পাকিস্তানের সঙ্গে সমস্যায় পড়বে। ভারতে খেলার প্রশ্নে আইসিসিকে বিশ্বকাপেও এই মডেলটি বাস্তবায়ন করতে বলা হতে পারে।’

৭-১২ জুন লন্ডনের ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলবে। এই সময়েই বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য মাঠ বেছে নিয়েছে বিসিসিআই। ফাইনাল ম্যাচ হতে পারে মোতেরায়।

Mailing List