আগামী বছরও কী আইপিএলের ময়দানে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? নিজেই জানালেন সে কথা

আগামী বছরও কী আইপিএলের ময়দানে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? নিজেই জানালেন সে কথা
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: পরের বছরও আইপিএলে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। শুক্রবার এমনটাই জানালেন স্বয়ং ক্যাপেন্ট কুল। এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামে চেন্নাই সুপার কিংস। সেখানেই ধোনি স্পষ্ট জানিয়ে দেন আগামী মরশুমেও আইপিএলে মাঠে নামবেন তিনি।
ধোনি বলেন, 'অবশ্যই। খুব সহজ ব্যাপার। চেন্নাইয়ে না খেলে বিদায় জানানোটা খুব অন্যায় হবে। মুম্বই এমন একটা জায়গা দল এবং ব্যক্তিগত ভাবে অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু চেন্নাইয়ের সমর্থকদের জন্য সেটা খুব খারাপ হবে। আশা করি পরের বছর বিভিন্ন মাঠে খেলা হবে। তাই বিভিন্ন মাঠে গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে ধন্যবাদ জানাতে পারব। তবে সেটাই আমার শেষ বছর কি না সেটা বড় প্রশ্ন। দু'বছর পর কী হবে তা এখনই বলা সম্ভব নয়। পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।' চেন্নাইকে নেতৃত্ব দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন এমএস ধোনি। এটা ঘটনা ধোনির নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবার অবশ্য তিনি নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন জাদেজার হাতে। কিন্তু সেই চাপ সামলাতে পারেননি জাড্ডু। ফের নেতৃত্বে ফেরেন ধোনি।
এদিকে কলকাতা এল লখনউ দল। এদিন বিমানবন্দরে পুরো লখনউ সুপারজায়ান্টস টিম পৌঁছতেই টিম বাসে করে তাঁদের স্থানীয় পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। টিম বাসে গম্ভীর, রাহুলদের দেখা গিয়েছে।
আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে কে এল রাহুলের দল। কিন্তু পয়েন্ট টেবিলের কোন পজিশনে তারা থাকবে, তা এখনও নিশ্চিত নয়। এর আগে গুজরাত টাইটান্স প্লে অফে পৌঁছে গিয়েছিল। তারা পয়েন্ট টেবিলে শীর্ষেই থাকবে। ফলে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর দল।



