নিয়মরক্ষার ম্যাচে কী বিশ্রামে থাকবেন কোহলিরা? উত্তর দিলেন‌ দ্রাবিড়

নিয়মরক্ষার ম্যাচে কী বিশ্রামে থাকবেন কোহলিরা? উত্তর দিলেন‌ দ্রাবিড়
12 Nov 2023, 09:45 AM

নিয়মরক্ষার ম্যাচে কী বিশ্রামে থাকবেন কোহলিরা? উত্তর দিলেন‌ দ্রাবিড়

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার গ্রুপ লিগে ভারতের শেষ প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এই ম্যাচ একেবারেই নিয়মরক্ষার ভারতের কাছে। কারণ সেমিফাইনা‌লের চার দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ ম্যাচে কী বিশ্রাম দেওয়া হতে পারে কয়েকজন ক্রিকেটারকে? দ্রাবিড় উত্তর দিলেন কিছুটা ভারসাম্য বজায় রেখে। সম্ভাব‌না একেবারে উড়িয়ে দিলেন না। দল ভালো ছন্দে আছে। সেটা ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার হেড কোচের।এই ম্যাচে কুলদীপের জায়গায় অশ্বিন বা বুমরাহের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

রবিবার নেদারল্যান্ডকে হারালে এক বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ জেতার নতুন নজির গড়বে রোহিতের দল। একটি বিশ্বকাপে টানা ন'টি ম্যাচ জেতার কৃতিত্ব কোনও দলের নেই।

শুধুমাত্র ওপেনার রোহিতই নন বরং ক্যাপ্টেন রোহিতকেও প্রশংসায় ভরিয়ে দিলেন। টিম ইন্ডিয়ার হেড কোচ বলছেন, ‘আমরা কিছু পরিকল্পনা গড়েছিলাম। সেটার বাস্তবায়ন তখনই সম্ভব যখন মাঠে নেমে প্লেয়াররা পারফর্ম করবে। অধিনায়ক যখন উদাহরণ তৈরি করে, বাকিরাও আত্মবিশ্বাস পায় এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে। রোহিত যে ভাবে নেতৃত্ব দিচ্ছে, অসাধারণ।

 

ভারতের সম্ভাব্য দল— শুভমান গিল, রোহিত শর্মা(অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব অথবা আর অশ্বিন,জসপ্রীত বুমরাহ অথবা প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি

নেদারল্যান্ডসের সম্ভাব্য দল- বিক্রমজিত্ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস , সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন।

Mailing List