সেমিফাইনালে বিরাটদের ম্যাচ দেখতে হাজির থাকবেন বেকহ্যাম?

সেমিফাইনালে বিরাটদের ম্যাচ দেখতে হাজির থাকবেন বেকহ্যাম?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আগামীকাল মুম্বইয়ে মেগা ম্যাচ। এই ম্যাচের দিকে নজর থাকবে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। শুধু মাঠে নয় ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিও থাকবে আর্কষণের কেন্দ্রবিন্দুতে। রিপোর্ট অনুসারে এই ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। সচিনের সঙ্গে বসেই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ উপভোগ করতে পারেন ব্রিটিশ ফুটবলের এই কিংবদন্তি।
শুনলে আশ্চর্য লাগতে পারে। কিন্তু বলা হচ্ছে যে, ভারতীয় ক্রিকেটের মায়া-নগরীর মায়া বাড়িয়ে নাকি বুধবারের ওয়াংখেড়েতে উপস্থিত থাকতে চলেছেন ব্রিটিশ ফুটবলের মহাতারকা! অন্তত ওয়াকিবহাল মহলের কাছে তেমনই খবর। শোনা গেল, ইউনিসেফের 'গুডউইল অ্যাম্বাসাডর' হিসেবে তিনদিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি ক্লাবের কর্ণধার। তাঁর ক্লাবে সই করে ইতিমধ্যে বিশ্বফুটবলে তীব্র শোরগোল ফেলে দিয়েছেন কোনও এক লিওনেল মেসি তাঁর ক্লাবেই খেলছেন।
আইসিসির মিডিয়া ম্যানেজার বলেন, ‘মিস্টার বেকহাম ইউনিসেফের উদ্যোগে ভারতে এসেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সংস্থাটির সঙ্গে আইসিসিরও পার্টনারশিপ রয়েছে। ‘ক্রিকেট ফর গুড’ নামের একটি যৌথ কার্যক্রমও রয়েছে এই দুই সংস্থার। এর অংশ হিসেবেই এই ফুটবল তারকা ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের সময় ওয়াংখেড়েতে উপস্থিত থাকবেন। ম্যাচের বিরতিতে শিশুদের সঙ্গেও কিছুক্ষণ সময় কাটানোর কথা রয়েছে তার।’
এর আগে জার্মান ফুটবল তারকা থমাস মুলারকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি উপহার দেওয়া হয়েছিল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর সেমিফাইনালের আগে মুলার সেই নীল জার্সি পরে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি নিজের এক্স একাউন্টে একটি ভিডিও পোস্ট করে লেখেন "এই দেখুন, বিরাট কোহলি। শার্টের জন্য ধন্যবাদ, টিম ইন্ডিয়া! ক্রিকেট বিশ্বকাপের জন্য শুভেচ্ছা,"।


