রাত পেরোলেই অর্জুন সিং এর নৌকা কী নোঙর করবে মমতা সমুদ্রে? ইঙ্গিত সেদিকেই

রাত পেরোলেই অর্জুন সিং এর নৌকা কী নোঙর করবে মমতা সমুদ্রে? ইঙ্গিত সেদিকেই
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কি ফের তৃণমূলেই ফিরতে চলেছেন? শনিবার সন্ধের পর এই জল্পনা আরও বেড়েছে। স্বয়ং অর্জুন সিং মুখে কিছু না ফের ইঙ্গিতপূর্ণ টুইট করে রহস্য জিইয়ে রেখেছেন।
উল্টোদিকে অর্জুনের দল ছাড়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, উনি দলে থেকেই বা কী লাভ হয়েছে। এরপরই জল্পনা আরও বেড়েছে। এদিকে সুত্রের খবর, বিরাট কোনও অঘটন না ঘটলে আগামী ২৪ ঘন্টার মধ্যে অর্জুনের দলবদল নাটকে যবনিকা পড়বে। অন্য একটি সুত্রের দাবি, তিনি তৃণমূলে ফিরছেন, আর সেটা সম্ভবত রবিবারই। তবে তৃণমূল শিবির থেকে অর্জুন শিবির, খোলসা করেননি কেউই। এর আগে পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করেছে কেন্দ্র। তার পরেও অনুযোগের সুর ধরে রেখেছিলেন তিনি। এ বার উথালপাথাল সমুদ্রেই নোঙর বাঁধতে চলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর টুইটার অ্যাকাউন্ট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। তাতে নতুন করে বিজেপি-র সঙ্গে তাঁর রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে।
सुना है आज समंदर को खुद पे गुमान आया है,
— Arjun Singh (@ArjunsinghWB) May 21, 2022
उधर ही ले चलो कश्ती जहाँ तूफान आया है।
শনিবার নিজের টুইটার হ্যান্ডলে শায়েরি করে হিন্দিতে লেখেন, 'শুনলাম সমুদ্র নাকি আত্ম অহঙ্কারে মগ্ন, যেথা ঝড় নেমেছে, সেথাই বরং নৌকা নিয়ে চল।' এ দিন তৃণমূল নেতা তাপস রায় অর্জুনের ফেরার সম্ভাবনা নিয়ে জানান, অর্জুনকে ফেরত নেওয়ার পক্ষপাতী নন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।



