উত্তরবঙ্গের বন্যপ্রাণী

23 Jan 2022, 01:26 PM

উত্তরবঙ্গ জুড়ে কত ধরণের বন্যপ্রাণী রয়েছে জানেন? অনেক ভ্রমণ পিপাসু মানুষ প্রায়ই উত্তরবঙ্গ ঘুরতে চান। কখনও ডুয়ার্স, কখনও জলদাপাড়া তো কখনও দার্জিলিং। সবার ভাগ্যে অবশ্য সব সময় বন্যপ্রাণীর দেখা মেলে না। তাঁদের জন্য ছবি গুলি তুলেছেন অনন্যা নন্দী। একঝলকে দেখে নিন সেই সব প্রাণী।

Mailing List