বৌদির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! গ্রেফতার স্বামী এবং দুই বৌদি

বৌদির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! গ্রেফতার স্বামী এবং দুই বৌদি
28 Jan 2023, 01:10 PM

বৌদির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! গ্রেফতার স্বামী এবং দুই বৌদি

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

উদ্ধার হল এক বধূর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, হাওড়ার জগৎবল্লভপুর থানার মধ্য সন্তোষপুর গ্রামে। গৃহবধূ দিপালী মাঝির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের বাপের বাড়ির অভিযোগ, তাঁদের মেয়ে দিপালি মাঝিকে (২৪) গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে তাঁরই স্বামী প্রত্যুষ মাঝি এবং তার দুই জা আশা মাঝি এবং অনিমা মাঝি। ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ব্যাপক ভাঙচুর চলে প্রত্যুষ মাঝির বাড়ি এবং দোকানে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশবাহিনী। অশান্তি এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।  আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের বাপের বাড়ির অভিযোগ, প্রত্যুষ মাঝির মেজ বৌদি অনিমা মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রত্যুষের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। যার জেরে প্রায়শই অশান্তি হতো তাদের মধ্যে। গতকাল যেটা চরমে ওঠে। অভিযোগ, তখনই মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় দিপালী মাঝিকে। এই ঘটনায় গ্রেফতার করা হয় দিপালীর স্বামী প্রত্যুষ মাঝি এবং তার দুই জা অনিমা মাঝি এবং আশা মাঝিকে। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই কি এই খুন, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Mailing List