স্বামীকে পাত্র সাজিয়ে অন্যের সঙ্গে বিয়ে দিতে মালদায় হাজির স্ত্রী! তারপর যা ঘটলো

স্বামীকে পাত্র সাজিয়ে অন্যের সঙ্গে বিয়ে দিতে মালদায় হাজির স্ত্রী! তারপর যা ঘটলো
20 Jan 2023, 03:29 PM

স্বামীকে পাত্র সাজিয়ে অন্যের সঙ্গে বিয়ে দিতে মালদায় হাজির স্ত্রী! তারপর যা ঘটলো

 

নারায়ণ সরকার, মালদা

 

স্বামীকে পাত্র সাজিয়ে হাজির গ্রামে। অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু কথাবার্তা শুনে কেমন সন্দেহ জাগে গ্রামের মানুষের। তারপরই শুরু হয় খোঁজখবর। গ্রামের বাসিন্দারা জানতে পারেন, পাত্রের বৌদি হিসেবে যাকে পরিচয় দেওয়া হচ্ছে সেই মহিলাই আসলে পাত্রের স্বামী! তখনই ঘটনাটি জানানো হয় পুলিশকে। আপাতত, ভূয়ো পাত্র ও তার বৌদি শ্রীঘরে।

এমনই ঘটনা ঘটলো মাল‌দা জেলার হরিশচন্দ্রপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম উদয়কুমার যাদব ও কাঞ্চন যাদব। দু’জনের বাড়ি বিহারের পাটনায়। গ্রামবাসীদের অভি

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্যা কন্যার জন্য পাত্র দেখার অনুরোধ জানান অনেককেই। স্থানীয় পরিমল মহালদার নামে এক ব্যক্তি জানিয়েছিলেন, তাঁর আত্মীয়ের কাছে উপযুক্ত পাত্রের খোঁজ রয়েছে। সেই অনুযায়ী বিহারের পাটনা থেকে বিয়ের উদ্দেশ্যে পাত্র দেখতে হরিশ্চন্দ্রপুরের গ্রামে হাজির হয় পাত্র উদয় কুমার যাদব। সঙ্গে ছিল বৌদি পরিচয় দেওয়া কাঞ্চন দেবী। দেখে পাত্রী পছন্দ বলে জানায়। দ্রুত বিয়ের প্রস্তাবও দেওয়া হয়।

পরবর্তীকালে পাত্রীপক্ষ বিহারের পাটনাতে যান পাত্র সম্বন্ধে খোঁজখবর নিতে। খোঁজখবর নিতে গিয়ে জানতে পারেন উদয় আসলে বিবাহিত। বৌদি পরিচয় দেওয়া কাঞ্চনই তার স্ত্রী। তাহলে কেন এভাবে অন্য একজনকে বিয়ের জন্য গেল উদয়। সঙ্গে কেনই বা ছিল তার স্ত্রী। ভয়ে সেকথা পাটনায় জানাতে পারেনি পাত্রপক্ষ। সেখান থেকে জানিয়ে আসে সব পছন্দ। গেলেই বিয়ে হয়ে যাবে। সেই মতো উদয় ও কাঞ্চন ফের হরিশচন্দ্রপুরের গ্রামে হাজির হয় শুক্রবার। তখনই গ্রামবাসীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দু’জনকেই আটক করেছে। শুরু হয়েছে তদন্ত।

তবে  পরিবারের অভিযোগ, নিশ্চয় পাচারের ছক ছিল। নাহলে এমনটা করবে কেন? পুলিশ জানিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।

Mailing List