মোহনবাগানের নামের আগে কেন এটিকে, জানিয়ে দিল আইএফএ

মোহনবাগানের নামের আগে কেন এটিকে, জানিয়ে দিল আইএফএ
06 Jun 2023, 07:45 PM

মোহনবাগানের নামের আগে কেন এটিকে, জানিয়ে দিল আইএফএ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সোমবার কলকাতা ফুটবল লিগের যে সূচি ঘোষণা করেছে আইএফএ, তাতে এখনও সবুজ-মেরুনের নাম রয়ে গিয়েছে এটিকে মোহনবাগান (ATK Muhanbagan)। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের মুখে  সাফাই দিল আইএফএ।

বঙ্গ ফুটবল (Football) নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইএফএ এর নথিতে এখনও মোহনবাগান ক্লাবের নাম এটিকে মোহনবাগান হিসেবে থাকায় আমরা এই নামটিই ব্যাবহার করেছি। ভবিষ্যতে নাম পরিবর্তন সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য আইএফএ তে নথিভুক্ত হলে আমরা নতুন নামই ব্যাবহার করবো। এই নাম ব্যাবহার আমাদের ভুল নয়।

গতবার না খেললেও, এবারের কলকাতা লিগে খেলতে রাজি হয়েছে মোহনবাগান। এবারের প্রিমিয়ার লিগ হচ্ছে ২৬টি দলকে নিয়ে। প্রিমিয়ার লিগে গতবার এ ও বি ডিভিশন ছিল। এবার দুই গ্রুপ মিলিয়ে ২৬টি দলকে নিয়ে হচ্ছে হচ্ছে প্রিমিয়ার লিগ।

সোমবার আইএফএতে লটারির মাধ্যমে মোট ২৬টি দলকে দুই গ্রুপে ভাগ করা হল। একই গ্রুপে মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। দুই প্রধান গ্রুপ এ-তে। সেই গ্রুপেই রয়েছে অভিষেক ব্যানার্জির দল ডায়মন্ড হারবার এফসি। রয়েছে ইউনাইটেড স্পোর্টসও। সুতরাং, এটাই গ্রুপ অফ ডেথ বলা চলে।

এবারের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ এ-তে আছে এটিকে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, সিএফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি এফসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট এমএস, আর্মি রেড, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও পাঠচক্র।

গ্রুপ বি-তে আছে ইমামি ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাব, পুলিশ এসি, ইস্টার্ন রেল, বিএসএস স্পোর্টিং, এরিয়ান ক্লাব, জর্জ টেলিগ্রাফ, রেলওয়ে এফসি, রেনবো এসি, উয়াড়ি এসি, খিদিরপুর এসসি, ক্যালকাটা কাস্টমস ক্লাব ও পশ্চিমবঙ্গ পুলিশ।

Mailing List