নিম্নাঙ্গ কেন ফুলে উঠেছে! তল্লাশি করতেই বেরিয়ে পড়লো ১ কেজিরও বেশি সোনার বিস্কুট!

নিম্নাঙ্গ কেন ফুলে উঠেছে! তল্লাশি করতেই বেরিয়ে পড়লো ১ কেজিরও বেশি সোনার বিস্কুট!
03 May 2023, 02:00 PM

নিম্নাঙ্গ কেন ফুলে উঠেছে! তল্লাশি করতেই বেরিয়ে পড়লো ১ কেজিরও বেশি সোনার বিস্কুট!

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাট: সাইকেল নিয়ে ধীরেই সীমান্তের দিকে এগোচ্ছিলেন। যাতে সীমান্তরক্ষীদের সন্দেহ না হয়। কিন্তু হঠাৎ এক বিএসএফ কর্মীর নয় যায় শরীরের নিম্নাঙ্গে। কারণ, সেই অংশটি অদ্ভুতভাবে ফুলে উঠেছিল। তাহলে কী অন্য কিছু। তখনই সাইকেল চালককে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কথায় মেলে অসঙ্গতি। তারপর তল্লাশি চালাতেই দেখা যায় নিম্নাঙ্গে অদ্ভুত কায়দায় রাখা হয়েছে সোনার বিস্কুট। দু’চারটি নয়। দশটি। যার ওজন প্রায় ১ কেজি ১৯০ গ্রাম! তা দেখে চক্ষুচড়ক সকলের।

ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার জেলার স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে। পাচারকারী হল বছর পঁচিশের আল মামুন। তার বাড়ি স্বরূপনগরেরই স্বরূপদহ গ্রামে। য ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় অবশ্য তা পাচার করতে পারেনি। উল্টে ধরা পড়ে যায় জালে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হয় ১০টি সোনার বিস্কুটের ওজন ১ কেজি ১৯০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এই সোনার বিস্কুটগুলি মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ হয়ে বিএসএফের নজর এড়িয়ে এদেশে ঢুকেছে। এর সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।

প্রশ্ন হচ্ছে, সীমান্তে সুরক্ষা কড়া নজরদারি থাকতেও কীভাবে বিএসএফের চোখে ধুলো দিয়ে সোনার বিস্কুটগুলি কী করে এ দেশে ঢুকল? উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

Mailing List