শনাকার উইকেট কেন সেরা? জানালেন সিরাজ

শনাকার উইকেট কেন সেরা? জানালেন সিরাজ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ জয়ের মধ্যেই চর্চায় সিরাজের পারফৱম্যান্স।বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাতকারে মহম্মদ সিরাজ নিজের পারফরম্যান্স প্রসঙ্গে বলেছেন, ‘আমার এই বোলিং স্পেলটা ম্যাজিকের মতো ছিল, আমি কখনও ভাবতেও পারিনি এই ধরনের এত ভালো বোলিং স্পেল করতে পারব।এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট পেয়েছিলাম। কিন্তু ৬ ওভার বোলিং করেই ৫ উইকেটে কখনও পাইনি।’
এখনও পর্যন্ত কেরিয়ারের দাসুন শনাকার উইকেটকেই সেরা হিসাবে উল্লেখ করেছেন সিরাজ। তাঁর কথায়, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে এই বলটা করার জন্য অনেকবার অনুশীলন করেছি। অবশেষে দারুনভাবে কার্যকর হল। তাই শনাকার উইকেটই আমার কাছে জীবনের সেরা। এই বোলিং পারফরম্যা।ন্স বিশ্বকাপের আগে আমাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।’
মাত্র ৫১ রানের টার্গেট ৬.১ ওভারেই করে ফেলে ভারতীয় দল। ১০ উইকেটে ম্যাচ জিতে অষ্টমবার এশিয়া সেরা হয় ভারত। ১০০ ওভারের ম্যাচ শেষ হয়ে যায় ২১.৩ ওভারে। আগুনে স্পেলের সুবাদে ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হন মহম্মদ সিরাজ।এরপরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মজার ছলে পোস্ট করেন শ্রদ্ধা কাপুর। লেখেন, ‘‘সিরাজকেই প্রশ্ন করুন ফাঁকা সময়টা কী করে কাটাবেন।’’ অর্থাৎ তাঁর মতন যারা সারা দিন ম্যাচ দেখবেন বলে ফাঁকা রেখেছিলেন তাদের উদ্দেশ্যে বলেন। অবশ্য এমব মজার ছলেই সিরাজের বোলিংয়ের প্রশংসা করেছেন শ্রদ্ধা।মহম্মদ সিরাজের এই সাফল্য দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দেশের প্রখ্যাত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। হায়দরাবাদের এই পেস বোলারের প্রশংসা করতে তিনি বিন্দুমাত্র কুন্ঠা করলেন না। একটি টুইটে তিনি লিখেছেন, 'ইতিপূর্বে বিপক্ষ দলের জন্য আমরা কখনই এতটা খারাপ লাগেনি। দেখে মনে হচ্ছিল যেন কোনও অপ্রাকৃতিক শক্তি ওদের ওপর ভর করেছে। আর মহম্মদ সিরাজ, তুমি তো একেবারে মার্ভেল অ্যাভেঞ্জার।'


