আবাস যোজনায় কেন নাম নেই গরিব মানুষের? কালিয়াগঞ্জে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রাখলেন উত্তেজিত গ্রামবাসী

আবাস যোজনায় কেন নাম নেই গরিব মানুষের? কালিয়াগঞ্জে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রাখলেন উত্তেজিত গ্রামবাসী
তন্ময় চক্রবর্তী, কালিয়াগঞ্জ
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই একাধিক আবেদনকারীর। উলটে মৃত ব্যক্তিদের নাম রয়েছে প্রকাশিত তালিকায়। বিষয়টি সামনে আসতেই কালিয়াগঞ্জ(Kaliaganj) ব্লকের পশ্চিম গগড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে এক আশাকর্মী ও এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাও করে রাখেন এলাকার উত্তেজিত সাধারণ মানুষ। খবর পেয়ে গ্রামে আসে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘক্ষণ ঘেরাওয়ের পর পুলিশ ও ব্লক প্রশাসন গিয়ে জনতাকে বুঝিয়ে শান্ত করেন। উদ্ধার করেন দুই মহিলাকে। কালিয়াগঞ্জ থানার মেজোবাবু মোহিনী বর্মন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রামবাসীদের হাতে আটক দুই মহিলা সুরক্ষিত রয়েছেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ঘরের তৃতীয় সার্ভে করেন আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁরা তালিকা তৈরিতে দুর্নীতি করেছেন। সার্ভেতে ছিয়াশি জনের নামের তালিকা প্রকাশ হয়েছে। তাতে, এলাকার প্রায় পনেরো জন গরিব মানুষের নাম বাদ গিয়েছে। আবার এমনও লোকেদের নাম তালিকায় প্রকাশ হয়েছে যাদের পাকা বাড়ি আছে। এদিন নিজেদের কর্মস্থল কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গগড়ায় গিয়েছিলেন আশাকর্মী রাহেনা বেগম এবং অঙ্গনওয়াড়ি কর্মী কোহিনূর বেগম। সেখানেই উত্তেজিত জনতা তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। আশাকর্মী রাহেনা বেগমের কথায়, ‘সরকারি নির্দেশিকা মেনে প্রতি বাড়ি সার্ভে করে স্থানীয় পঞ্চায়েতে রিপোর্ট জমা দিয়েছি। এখন নামের তালিকায় প্রকাশ হতেই আমাদের বিরুদ্ধে কিছু গ্রামবাসীরা অর্থের বিনিময়ে নাম নথিভুক্ত করার অভিযোগ তুলছেন।‘ অঙ্গনওয়াড়ি কর্মী কোহিনূর বেগম জানান, তাঁদের সার্ভের লিস্টের সঙ্গে প্রকাশিত তালিকার কোনও মিল নেই। বিষয়টি নিয়ে কালিয়াগঞ্জ ব্লক আধিকারিক কৃতী কুণ্ডু জানান, গ্রামবাসীদের দাবি মেনে তালিকায় নাম না থাকা ব্যক্তিদের বাড়ি তিনি নিজে ঘুরে দেখেছেন। যে সমস্ত গরিব মানুষের নাম নেই আগামী দিনে ব্লক অফিসে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের জন্য তাঁদের লিখিত আবেদন করতেও বলা হয়েছে।


