আইএসএফকে প্রোগ্রাম করতে দেবেন না কেন? পাশে দাঁড়ালেন দিলীপ

আইএসএফকে প্রোগ্রাম করতে দেবেন না কেন? পাশে দাঁড়ালেন দিলীপ
24 Jan 2023, 09:11 PM

আইএসএফকে প্রোগ্রাম করতে দেবেন না কেন? পাশে দাঁড়ালেন দিলীপ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিরোধী দল কোনো কর্মসূচি করতে গেলেই আটকাবে কেন? প্রশ্ন করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, আইএসএফ একটা পলিটিক্যাল পার্টি। তারা প্রোগ্রাম করতে গেলে তাদের কি প্রোগ্রাম করতে দেবেন না? বোম মারবেন, কেউ এটা সমর্থন করে না। আমরা চাই মানুষকে কষ্ট না দিয়ে আন্দোলন করা হোক। প্রসঙ্গত, আইএসএফ- তৃণমূল সংঘর্ষ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। এই সংঘর্ষকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

এই প্রসঙ্গেই দিলীপ আরো বলেন, আইএসএফ আর সিপিএম সমঝোতা করেছিল। তাই আইএসএফের পাশে সিপিএম দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধী দলকে প্রোগ্রাম করতে দেবেন না? আমরা এর বিরুদ্ধে লড়াই করেছি। মানুষ সাহস পেয়েছেন। যারা টাকা দিয়ে রাজনীতি করে, তারা আদর্শের কথা বলেনা। তাদের কাছে টাকাই সব। এরপরেই রাজ্যে নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির বিষয়ে সরব হন দিলীপ। তার কথায়, অভিষেকের ডানদিকে বিনয় মিশ্র আর বাঁদিকে কুন্তল ঘোষ থাকে কেন? উনি বলছেন আমি সৎ। অসৎ প্রমাণে ফাঁসি দাও। যদি সেরকম ঘটনা ঘটে হয়তো সেই ছবিও একদিন দেখা যাবে। নেতাজির জন্মদিন নিয়ে প্রতিযোগিতার বিষয়ে দিলীপের মন্তব্য, এটা ভালো। খারাপ কি? নেতাজিকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল। সেই চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। যুবসমাজ আইকন খুঁজে বেড়াচ্ছে। নরেন্দ্র মোদী সেই সুযোগ করে দিয়েছেন। এদিন ইকো পার্কে হাঁটতে হাঁটতে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

Mailing List