কেন ব্যাগে করে মৃত শিশুর দেহ আনতে হল বাবাকে! মর্মান্তিক ঘটনায় এবার রিপোর্ট তলব

কেন ব্যাগে করে মৃত শিশুর দেহ আনতে হল বাবাকে! মর্মান্তিক ঘটনায় এবার রিপোর্ট তলব
আনফোল্ড বাংলা প্রতিবেদন: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্সের অভাবে পাঁচ মাসের শিশু পুত্রের দেহ ব্যাগে ভরে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের রিপোর্ট তলব করেছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে আগামী ৩১ শে মে'র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতার ইকবালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যুর ঘটনারও রিপোর্ট তলব করেছে মানবাধিকার কমিশন। কলকাতার পুর কমিশনার, ডিসি পোর্ট এবং সিএসসির ম্যানেজিং ডিরেক্টর কে ৩১শে মে'র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনকে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হাসপাতালে মৃত্যুর পর পাঁচ মাসের সেই সন্তানের দেহ ব্যাগে ভরে বাসে করে বাড়ি ফিরেছিলেন কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মা। রবিবারের সেই ঘটনা জানতে পেরে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। কালিয়াগঞ্জের ওই ঘটনায় ক্ষুব্ধ নবান্ন এ বার রিপোর্ট তলব করল উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। স্বাস্থ্য ভবনকেও ওই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।
সন্তানের মৃত্যুর পর অ্যাম্বুলেন্স না পেয়ে ব্যাগে ভরে মৃত সন্তানকে নিয়ে আসেন বাবা। সেই খবর জানাজানি হতেই মর্মান্তিক এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও টুইট করে তীব্র কটাক্ষ করেন। এবার তা নিয়েই রিপোর্ট তলব হল।


