কেন স্বামীকে ফোন করবে? তাহলে কী পরকীয়া? সন্দেহের বশে প্রতিবেশী বধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মালদায়

কেন স্বামীকে ফোন করবে? তাহলে কী পরকীয়া? সন্দেহের বশে প্রতিবেশী বধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মালদায়
13 Aug 2022, 07:00 PM

কেন স্বামীকে ফোন করবে? তাহলে কী পরকীয়া? সন্দেহের বশে প্রতিবেশী বধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মালদায়

 

নারায়ণ সরকার, মালদা

 

কেন স্বামীকে ফোন করবে? তাহলে কী অবৈধ সম্পর্ক রয়েছে? কেবলমাত্র এই সন্দেহের বশেই এক বধূকে খুনের অভিযোগ উঠলো। অভিযোগ, মেরে বাড়িতেই ঝুলিয়ে দেওয়া হল।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার নিরঞ্জনপুর ভেষপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম জুলি ঘোষ। স্বামী সমীর ঘোষ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। স্বামী ভিন রাজ্যে থাকার কারণে তিন সন্তানকে নিয়েই বসবাস করতেন ওই গৃহবধূ। শনিবার সকালে তার ঘর থেকে ঝুলন্ত দেহে উদ্ধার হয়।

আত্মীয় পরিজনরা জানিয়েছেন, মৃত বধূর স্বামী সমীর ঘোষ ও প্রতিবেশীর দুখু ঘোষ রাজস্থানে শ্রমিকের কাজ করেন। স্বামীর সাথে কথা বলার জন্য মাঝে মধ্যে দুখু ঘোষকে ফোন করতেন জুলি। আর এই ফোন করা নিয়েই বিবাদ বাধে দুখুর পরিবারে। অভিযোগ, পরকীয়া সন্দেহ করতো দুখুর স্ত্রী মালা। তা নিয়ে বাড়িতে অশান্তি হত। কিন্তু দুখ তা অস্বীকার করত। দিন দুয়েক আগে দুখু রাজস্থান থেকে বাড়ি ফেরে। তারপর ফের পরিবারে অশান্তি শুরু হয়। পরে সেই আক্রোশ গিয়ে পৌঁছয় জুলির ওপর। দুখু ঘোষ ও তার স্ত্রী মালা ঘোষ এবং পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছিল জুলিকে। একদিন বেধড়ক মারধরও করে। তারপর হাসপাতালে ভর্তি ছিল জুলি। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরই ঘর থেকে মেলে দেহ। তখনই গ্রামের সকলের সন্দেহ হয় যে, প্রতিবেশী দুখু ঘোষ ও তার পরিবারের সদস্যরা মিলই খুন করে ঘরে ঝুলিয়ে দিয়েছে।

ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ তড়িঘড়ি পৌঁছে দেহ উদ্ধার করে এবং দেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এখনো কোনো রকম অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে সমস্ত বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Mailing List