বিশ্রামে রোহিত, নেই পাণ্ডিয়াও, অজিদের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেবেন কে?

বিশ্রামে রোহিত, নেই পাণ্ডিয়াও, অজিদের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দেবেন কে?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর। এই সিরিজের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা করা হয়নি। বিশ্বকাপের মধ্যেই দল নির্বাচন নিয়ে বড় আপডেট পাওয়া গেল। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, এই সিরিজে সম্ভবত খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। বোর্ড কর্তারা চাইছেন না পাণ্ডিয়াকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে। কারণ এরপর দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে ভারতীয় দলের।
বিশ্রামের তালিকায় আবার আছেন বিরাট কোহলি,রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার। রোহিত-পাণ্ডিয়ার অনুপস্থিতিতে টি২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? তবে বিশ্বকাপ পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে টস করতে নামবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদি রোহিত এবং হার্দিক দুজনেই দলে না থাকেন, তাহলে সূর্যকুমার যাদবের কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। কারণ, গত কয়েকটি ম্যাচে হার্দিক যখন টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছিলেন, সেইসময় সূর্যকুমার যাদব ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন। সেকারণেই তাঁর হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে, এমনটাই অনুমান। অন্যদিকে অধিনায়কের দৌড়ে রয়েছেন জসপ্রীত বুমরাহও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ নয়, হার্দিককে বোর্ড দলে চাইছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। যা শুরু হতে চলেছে ১০ ডিসেম্বর, ডারবানে। অর্থাৎ বিদেশ সফরের কথা মাথায় রেখে পুরো ফিট হয়ে মাঠে ফিরুক হার্দিক, চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এই সিরিজের শেষ ম্যাচটা হায়দরাবাদে আয়োজন করা কথা ছিল। কিন্তু, সেইসময় হায়দরাবাদে নির্বাচন চলার কারণে এই ম্যাচটা বেঙ্গালুরুতে শিফট করা হয়েছে।


