গন্ধগোকুলকে এভাবে মেরে ফেললো কারা? চাঞ্চল্য হাওড়ায়

গন্ধগোকুলকে এভাবে মেরে ফেললো কারা? চাঞ্চল্য হাওড়ায়
05 Dec 2022, 03:40 PM

গন্ধগোকুলকে এভাবে মেরে ফেললো কারা? চাঞ্চল্য হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

গন্ধগোকুলের এখন দেখা মেলাই ভার। তাই গন্ধগোকুল দেখলেই মানুষ যাতে তার ওপর চড়াও না হয়, সে জন্য বারবার বন দফতরের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। কিন্তু কে শোনে কার কথা। দেখা গেল, গন্ধগোকুল মরে পড়ে রয়েছে। সোমবার সকালে ডিহি মন্ডলঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণপাড়ায় একটি গন্ধগোকুল মরে পড়ে রয়েছে বলে দেখেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় ওয়ার্ল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সক্রিয় সদস্য শেখ জাকির হোসেনকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ওয়ার্ল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সক্রিয় সদস্য শেখ জাকির হোসেন ও অভিক মাইতি।

তাঁরাই পুরো বিষয়টি জানান উলুবেড়িয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায়কে। রাজেশ বাবু বলেন, মৃত গন্ধগোকুলকে গড়চুমুক প্রাণী বিভাগে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। তারপরই জানা যাবে মৃত্যুর কারণ।

 

Mailing List