আইসিসির দলে অধিনায়ক কে? কারা সুযোগ পেলেন ভারত থেকে?

আইসিসির দলে অধিনায়ক কে? কারা সুযোগ পেলেন ভারত থেকে?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আইসিসি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মাই। এই দলে অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন দলের নেতা প্যাট কামিন্স সুযোগই পাননি। অস্ট্রেলিয়া দলের মাত্র দু'জন আইসিসি দলে রয়েছেন, তাঁরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও স্পিনার অ্যাডাম জাম্পা।সেখানে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি রয়েছেন। চলতি বিশ্বকাপে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ১২৫.৯৪ স্ট্রাইক রেটে ৫৯৭ রান করেছেন তিনি। তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা রয়েছে। আইসিসির দলে তিনিই অধিনায়ক।
ছিমছামভাবেই হল ফাইনাল ম্যাচের সেরা ফিল্ডারের নাম ঘোষণা। দলের ফিল্ডিং কোচ টি দিলীপ প্রতি ম্যাচের মতোই এই ম্যাচের ফিল্ডারদের পারফরম্যন্স বিশ্লেষণ করেন। তিনি বলেন, ‘এই ম্যাচে শুধু নয় গোটা টুর্নামেন্টেই একজন ধারাবাহিকভাবে ভালো ফিল্ডিং করেছে। ভালো ফিল্ডিং করে শুধু দলের জয়ে সে অবদান রাখার পাশাপাশি অনুপ্রেরণা জুগিয়েছে বাকিদেরও।’ বিসিসিআই একটি ভিডিয়ো পোস্ট করে। প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলিতে ভারতীয় দলের সেরা ফিল্ডার কে কে হয়েছেন, কীভাবে তাঁদের পুরস্কার দেওয়া হয়েছিল সবকিছুর টুকরো টুকরো মুহুর্ত দেখানো হয়। প্রতি ম্যাচে এই বিশেষ অনুষ্ঠান থাকত হাসি-আনন্দে ভরপুর। কিন্তু রবিবার বদলাল সেই ছবি।কোহলি পান সেরার পুরস্কার। পরিশেষে টি দিলীপ বলেন, ‘এমন উদ্যোগ নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ, সেইসঙ্গ ধন্যবাদ সমর্থকদের, তাঁদের বিষয়টি এত ভালো লাগার জন্য। আশা করি তাঁরা আমাদের সমর্থন জুগিয়ে যাবেন।’


