সচিন না কোহলি আদর্শ কে? কি জানালেন গিল

সচিন না কোহলি আদর্শ কে? কি জানালেন গিল
25 Jan 2023, 02:29 PM

সচিন না কোহলি আদর্শ কে? কি জানালেন গিল

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বছরে ওপেনিং এ ভরসা দিচ্ছেন শুভমন গিল।একের পর এক ম্যাচে ব্যাট হাতে ঝকঝকে ইনিংস খেলছেন গিল। গতকাল ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ এবং নিয়মরক্ষার ওডিআই ম্যাচে ফের শতরান করেছেন পাঞ্জাবি তারকা। এটি ছিল তার ওডিআই ক্যারিয়ারের চতুর্থ শতরান এবং শেষ ছয় ম্যাচে তিনি তিনটি শতরান করেছেন। যে ম্যাচগুলিতে শতরান পাননি সেই ম্যাচগুলোতেও চলতি বছরে অসাধারণ ব্যাটিং করেছেন এই তরুণ ভারতীয় ওপেনার। বিরাট নাকি শচীন, তাঁর দুরন্ত ছন্দের অনুপ্রেরণা কে! কোনও রাখঢাক না করেই বিরাট কোহলিকে বেছে নেন গিল।

ভারতীয় দলের তারকা বলেছেন, 'আমার মনে হয় বিরাট ভাই। কারণ শচীন স্যরকে দেখেই ক্রিকেট খেলা শুরু করেছিলাম। আমার বাবাও শচীনের বিরাট বড় ভক্ত ছিলেন। তবে শচীনের অবসরের সময় আমি একদমই ছোট। তখন ক্রিকেট খুব অল্পই বুঝতাম। তাই এক্ষেত্রে বিরাট ভাইয়ের নামই নেব। কারণ ওর থেকে অনেক কিছু শিখেছি।'

২০১৯-এর পর থেকে যে কয়েকজন ওপেনার ওডিআই ফরমেটে অন্তত ৫০০ রানের গন্ডি পেরিয়েছেন তাদের মধ্যে শুভমান গিলের স্ট্রাইক রেট সবথেকে বেশি। আর ২০২৩ শুরু হওয়ার পর থেকে গিল নিজের খেলাকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন। একদিনের সিরিজের ৩ ম্যাচে শুভমনের ব্যাট থেকে এসেছে ৩৬০ রান। সর্বোচ্চ ২০৮ রান। গড় ১৮০.০০। স্ট্রাইক রেট ১২৮.৫৭। সঙ্গে দুটি শতরান করেছেন। এমন ধারাবাহিকতা দেখিয়ে ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ড। এর আগে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক রান করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

Mailing List