প্রাথমিকে ২০১১ সাল থেকে কারা চাকরি পেয়েছেন? ইডি-কে তথ্য দিতে বিস্তারিত রিপোর্ট তলব পর্ষদের

প্রাথমিকে ২০১১ সাল থেকে কারা চাকরি পেয়েছেন? ইডি-কে তথ্য দিতে বিস্তারিত রিপোর্ট তলব পর্ষদের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রাথমিকে কারা চাকরি পেয়েছে, তার সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠানো হল এবার। একেবারে ২০১১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চাকরি পাওয়া সমস্ত ব্যক্তির নাম চেয়ে পাঠালো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে ইতিমধ্যেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে সেই চিঠি। দ্রুত গতিতে চিঠির উত্তরও দিতে বলা হয়েছে।
হঠাৎ কেন এমন চিঠি? পর্ষদের পাঠানো চিঠিতেই অবশ্য তার উত্তরও রয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টেরেট এব্যাপারে তথ্য চেয়েছে। তাই জরুরি ভিত্তিতেএই চিঠি পাঠানো হল।
কিভাবে এই রিপোর্ট পাঠাতে হবে তার ফরম্যাটও তৈরি করে দিয়েছে পর্ষদ। তাতে চাকরিপ্রার্থীর নাম, টেট রোল নম্বর, বাবার নাম,ক্যাটেগরি, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, অ্যালোটেড স্কুল এবং কোন সালে নিয়োগ সব তথ্য দিতে হবে। এই চিঠি পাঠানোর পর ফের শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
এমনিতেই শিক্ষক নিয়োগ নিয়ে চুড়ান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষা দফতরের বিরুদ্ধে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে রয়েছে। ইডি তাঁকে গ্রেফতার করেছিল। চাকরি গিয়েছে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। ফের প্রাথমিক নিয়োগ নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইলো ইডি।


