আইসিসির বর্ষসেরা দলে ভারত থেকে কারা সুযোগ পেলেন?

আইসিসির বর্ষসেরা দলে ভারত থেকে কারা সুযোগ পেলেন?
23 Jan 2023, 10:30 PM

আইসিসির বর্ষসেরা দলে ভারত থেকে কারা সুযোগ পেলেন?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ২০২২ এর বর্ষসেরা দল ঘোষণা করলো আইসিসি। ভারত থেকে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার।

তাঁরা হলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্য। কোহলি তিনে এবং সূর্যকে চারে রাখা হয়েছে। হার্দিক খেলবেন অলরাউন্ডার হিসাবে। তিনি ব্যাট করতে নামবেন ছয়ে। অর্থাত্ তিন ভারতীয় ক্রিকেটারই জাতীয় দলের হয়ে যে পজিশনে খেলেন, আইসিসি-র সেরা একাদশেও তাঁদের একই পজিশনে রাখা হয়েছে।আইসিসি দলে আছেন,

জস বাটলার (অধিনায়ক, ইংল্যান্ড), মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবোয়ে), গ্লেন ফিল্পিস (নিউ জিল্যান্ড), হার্দিক পান্ডিয়া (ভারত), স্যাম কুরান (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), হ্যারিস রউফ (পাকিস্তান), জোসুয়া লিটল (আয়ারল্যান্ড)।

পাশাপাশি ভারতীয় মহিলা দল থেকে আইসিসির বর্ষসেরা দলের সুযোগ পেয়েছেন ৪ ক্রিকেটার। ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে এই বর্ষসেরা একাদশে আছেন বাংলার উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ, স্পিনার অলরাউন্ডার দীপ্তি শর্মা ও হিমাচলপ্রদেশের ২৬ বছরের পেসার রেনুকা সিং। বর্ষসেরা দলের নেতৃত্বে কিউই ক্রিকেটার সোফি ডেভিনে। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার বেথ মুনি, তাহিলা ম্যাকগ্রা এবং অ্যাশ গার্ডনার আছেন এই বর্ষসেরা দলে।১৯ বছরের রিচা সিনিয়র দলে গোটা বছরটা দাপট দেখিয়েছেন। টি-২০তে স্ট্রাইক রেট ১৫০-র উপরে। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ১৮টি ম্যাচে ২৫৯ রান তাঁর সংগ্রহে। ঝুলিতে ১৩টি ছয়। ব্র্যাবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৯ বলে অপরাজিত ৪০ রান করেন। এখনও পর্যন্ত রিচার সেরা ইনিংস। রিচা-সহ তালিকায় রয়েছেন মোট চারজন ভারতীয় ক্রিকেটার

Mailing List