বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ, পদ্মাপাড়ের সাকিবদের নয়া কীর্তি

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ, পদ্মাপাড়ের সাকিবদের নয়া কীর্তি
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: পদ্মাপাড়ের সাকিবদের নয়া কীর্তি। টি ২০-র বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ বাংলাদেশের। একই সঙ্গে ইতিহাস লিখলেন বাংলাদেশী ক্রিকেটাররা। এই প্রথম টি-টোয়েন্টির দ্বিপাক্ষিক সিরিজে ইংল্যান্ডকে চুনকাম করার স্বাদ পেল টাইগাররা।
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিপাক্ষিক সিরিজে আয়ারল্যান্ডকে তাদের ঘরের মাঠে ১ বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তৃতীয় টি ২০ ম্যাচে আগে ব্যাট করে ২ উইকেটে ১৫৮ করার পর ম্যাচটি জেতার জন্য আসলে বোলারদের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। তাসকিন-মোস্তাফিজরা হতাশ করেননি। ইংল্যান্ড থেমে যায় ৬ উইকেটে ১৪২ রানেই। ১৬ রানে ম্যাচ জিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করল বিশ্ব চ্যাম্পিয়নদের। সিরিজের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত পারফরম্যান্স করে বাংলাদেশ ।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন সাকিব আল হাসান। তবে একটা জায়গায় সাকিবের চেয়ে এগিয়ে মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশের অধিনায়কের ১০০ উইকেট পেতে লেগেছিল ৮৪ ম্যাচ, মোস্তাফিজ আজ খেলতে নেমেছেন নিজের ক্যারিয়ারের ৮১ নম্বর টি-টোয়েন্টি। সাকিবের লেগেছিল ১৪ বছর ২৮৪ দিন। মোস্তাফিজ মাইলফলকটা স্পর্শ করলেন মাত্র ৮ বছরেই। বোঝাই যাচ্ছে, সাকিবরা যখন শুরু করেছিলেন তার চেয়ে এখন টি-টোয়েন্টি ম্যাচ খেলার সংখ্যা কত বেড়েছে।


