ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে জীবন কোন পথে? 'ক্লিক' এর আপকামিং ওয়েব সিরিজ 'সার্চ'

ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে জীবন কোন পথে? 'ক্লিক' এর আপকামিং ওয়েব সিরিজ 'সার্চ'
আনফোল্ড বাংলা প্রতিবেদন: কুখ্যাত গ্যাংস্টার জ্যাকি ভাইয়ের কাছে নেশাদ্রব্য চুরি করার পর মান্তা একটি ড্রাগচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর এই চক্রের চোখে ধুলো দিয়ে মান্তা কালিম্পংয়ে তাঁর বোন জিনার শ্বশুর বাড়িতে আশ্রয় নিতে যায়। অন্যদিকে ওই ভয়ঙ্কর ‘মামলা’র তদন্ত বিভিন্ন ঘটনার ও একটি অবর্ণনীয় মোড়ের মধ্য দিয়ে পরিসমাপ্তি পায়।
যমজ বোন জিনা ও মান্তাকে কেন্দ্র করে এমনই একটি বিষয়কে কেন্দ্র করে আসতে চলেছে 'ক্লিক' এর আপকামিং ওয়েব সিরিজ 'সার্চ'। মান্তা এবং জিনা'র দ্বৈত চরিত্র ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা সরকার। শুক্রবার মুক্তি পেল সিরিজের ট্রেলার। সিরিজটি পরিচালনা করছেন সন্দীপ সরকার। গল্প এবং চিত্রনাট্য লিখেছেন মধুমিতা সরকার।
মধুমিতা ছাড়াও সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর চ্যাটার্জী, রাজেশ শর্মা, জয় সেনগুপ্ত, কৌশিক সেন, সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, জয়দীপ মুখার্জী, বিশ্বজিৎ চক্রবর্তী। আবহ সংগীতে রয়েছেন বিনিত রঞ্জন মৈত্র। মুখ্য চিত্রগ্রাহক সুদীপ্ত দে। সম্পাদনা করেছেন জয়ন্ত লাহা ও কৌস্তভ সরকার। সাজসজ্জায় রয়েছেন শঙ্কর ও বুলা। 'ক্লিক' এ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সার্চ।


