শুভমানের বোন শাহনীলের হিরো কোন ক্রিকেটার?

শুভমানের বোন শাহনীলের হিরো কোন ক্রিকেটার?
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: দাদা শুভমান গিলের সঙ্গে তলছে সারার প্রেমের গুঞ্জন। এরইমধ্যে আবার বোন শাহনীলের সঙ্গে জড়িয়ে গেল রিঙ্কু সিংয়ের নাম। মলদ্বীপে সমুদ্র সৈকতের সোশ্যাল মিডিয়ায় রিঙ্কু ছবি পোস্ট করার সঙ্গেই সঙ্গেই কমেন্টের বন্যা বইতে শুরু করে। তবে সবাইকে অবাক করে নজরকাড়া মন্তব্য করেছেন শুভমানের বোন।
মলদ্বীপে গিয়েই রিঙ্কু পুল সেশনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। যেখানে রিঙ্কু তাঁর সিক্স প্যাক অ্যাবস ফ্লন্ট করে, ছবিতে ক্যাপশন দিয়েছিলেনন, 'অ্যাডিক্টিভ কন্টেন্ট অ্যাহেড'! আর এই ছবিতে সুন্দরী শাহনীল এসে কমেন্ট করেছেন 'ও হিরো'! এই কমেন্টই ঝড় তুলে দিয়েছে।
এদিকে, আইপিএল ফাইনালের পরপরই লন্ডনে যান শুভমন গিল। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বিদেশে পৌঁছন সূর্যকুমার যাদবও। লন্ডনে পৌঁছে দুই সতীর্থ মিলে শহর ঘুরতে বেড়িয়ে পড়েন। ব্রিটেনের রাজপথে ছবিও তোলেন ভারতীয় দলের দুই ক্রিকেটার। গিলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেন সূর্যকুমার যাদব। পরে গিল নিজের স্টোরিতে সেটি শেয়ার করেন।
স্ক্রিনশটের একটিতে দেখা যাচ্ছে গিল নিজের জন্মদিনে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে লাইভ গিয়েছিলেন। সারাও, গিলের ইন্সটা লাইভে যোগ দিয়েছিলেন এবং সেখানেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সুন্দরী সারা৷ সেখানে লাইভেই সারা শুভমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এর আগে সারার ফ্যান পেজের তরফে আইপিএলে শতরানের জন্য শুভেচ্ছা জানানো হয় গিলকে।
সারা বা শুভমান কেউই আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। গত বছর এই গসিপে নতুন মাত্রা যোগ হয়, গিলকে বলিউড অভিনেতা এবং সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের সঙ্গে দেখা গিয়েছিল।


