চন্দ্রযান-৩ কবে কখন রওনা দেবে? শুরু কাউন্টডাউন

চন্দ্রযান-৩ কবে কখন রওনা দেবে? শুরু কাউন্টডাউন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের আশায় বুক বাঁধছে গোটা দেশ। চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩। আগামী ১৪ জুলাই দুপুর দুটো পয়ত্রিশ মিনিটে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে চন্দ্রযান-৩। এখনই শুরু হয়ে গিয়েছে তার কাউন্ট ডাউন। এরই মাঝে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা ইসরো জানিয়ে দিল, চন্দ্রযান-৩ আগামী ১৪ জুলাই উৎক্ষেপণ করা হবে।
ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো জানিয়েছে, ১৪ জুলাই বেলা ২.৩৫ মিনিটে এই উৎক্ষেপণ হবে। ইসরোর হেভিলিফ্ট লঞ্চ ভেহিক্যাল বা এলভিএম-৩ এই চন্দ্রযান-৩ কে বহন করে নিয়ে যাবে। অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১৪ জুলাই দুপুরে চাঁদের উদ্দেশে রওনা দেবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান ৩। কদিন আগেই ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ প্রায় প্রস্তুত। ফাইনাল ইন্টিগ্রেশন ও টেস্টিং ও শেষের পথে। তবে আরও কিছু টেস্ট বাকি আছে। আর আমরা তা কয়েকদিনের মধ্যে করে ফেলতে চাই। উতক্মেপণের দুটি স্লট রয়েছে। একটি ফেব্রুয়ারি আর আরেকটি জুলাই। আমরা জুলাইয়ের স্লটটিকে বেছে নিচ্ছি। এরপরই জানা যায় ইসরো, ওই যানের প্রয়োজনীয় প্রায় সব কাজই শেষ করে ফেলেছে। এর আগে চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল। তবে ল্যান্ডিংয়ের গোলমালে ব্যর্থ হয় সেই অভিযান। চাঁদের মাটিতে পা দেওয়ার আগে ধ্বংস হয় চন্দ্রযান। হতাশ হয় গোটা দেশ। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার এগোচ্ছে ইসরো। সদ্য ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছিলেন, ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে কোনও এক দিন চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণ করা হবে। ফের এল এই নতুন বার্তা। এখন সবার চোখ ১৪ জুলাইয়ের দিকে। জানা গিয়েছে, চাঁদের কিছু বিশেষ জায়গায় থার্মোফিজিক্যাল পদার্থ অনুসন্ধান, ল্যান্ডিং সাইটের আশেপাশে চাঁদের ভূমিকম্প, চন্দ্র পৃষ্ঠের প্লাজমা পরিবেশ এবং মৌলিক রচনা সংক্রান্ত কিছু তথ্যের খোঁজ চালাবে এই চন্দ্রযান-৩।


