কবে ফিরবেন বুমরা, সতীর্থকে নিয়ে চিন্তায় শামি

কবে ফিরবেন বুমরা, সতীর্থকে নিয়ে চিন্তায় শামি
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বয়স বেড়েছে, সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত জায়গাও হয় না। তবে সুযোগ পেলেই শামি বুঝিয়ে দিচ্ছেন তার সুইংয়ের ধার একটুকুও কমেনি। বছরের শুরু থেকেই শামির ফোকাসে বিশ্বকাপ। আগামী কয়েক মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে, তারপরই দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। দলের চাহিদা অনুযায়ী পারফম্যান্স করাই লক্ষ্য বঙ্গ পেসারের।
শামির চিন্তা যশপ্রীত বুমরাকে নিয়ে। চোটের কারণ দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে বুমরা। ফলে নিজের জুটিকে পাশে পাচ্ছেন না শামি।ভারতীয় দলের তারকা পেসার বলেছেন, ''ভাল ক্রিকেটারদের অভাব সব সময় বোঝা যায়। কিন্তু এক জন চোট পেলে কিছু করার নেই। খেলা তো থেমে থাকে না। বুমরা ভাল বোলার। তাই ওর অভাব বোধ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি বুমরা ফিরবে। ও নিজের ফিটনেসে নজর দিচ্ছে। খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে বল করতে নামব।''
নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ তে না হলেও একদিনের ক্রিকেট দলে তাঁর নাম ঘোষণা করে ভারতীয় বোর্ড। কিন্তু ম্যাচ শুরুর একদম আগে জানিয়ে দেওয়া হয় এক্ষুণি ফেরা হচ্ছে না তাঁর। চোট পাওয়ার পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ'তে রিহ্যাব চলছিলো বুমরাহ'র। তাঁদের অনুরোধেই নাকি বুমরাহকে আরও কিছুদিন ফিট হতে সময় দেওয়া হচ্ছে। দেশের মাঠে নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না তিনি। নেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেও।


