বউ যখন বরের থেকে বড়ো

বউ যখন বরের থেকে বড়ো
31 May 2023, 06:45 PM

বউ যখন বরের থেকে বড়ো

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ স্বামীর তুলনায় বয়সে বেশ খানিকটা ছোট স্ত্রী যখন সন্তানের জন্মে ইতি টানতেন তখনও তাঁকে থাকতে হত পূর্ণ সক্ষম। তবে চেনা ছক, ফ্যামিলি কনসেপ্ট সব কিছুই বদলে গেছে আধুনিক কালে। প্রয়োজনের প্যাটার্নটাও সময় পালটে নিয়েছে নিজের মতো করে। সেলিব্রিটি থেকে সাধারণ, সবাই বাঁচতে চায় নিজের খুশিতে। বয়সে বড়ো স্ত্রী এখন আর আজব কাহিনি নয়। তবে চেনা ছক ভাঙার আগে দরকার আছে ভাল-মন্দ বিচারের। আসুন জেনে নিই সুবিধে, অসুবিধে এবং কমফোর্ট জোনগুলি-

সুবিধেঃ

  • স্বামী-স্ত্রীর সম্পর্কে পারস্পরিক কেয়ারিং ব্যাপারটি অন্তত গুরুত্বপূর্ণ। স্ত্রী যদি বয়সে বড় হয় তবে অনেক ছোটখাটো বিষয়ে পুরুষটি তার স্ত্রীর কাছ থেকে সেই যত্ন পেয়ে থাকেন, যেটি নিজের মায়ের কাছে পেয়েছেন।
  • বিবাহিত জীবনে স্বামী, স্ত্রী ছাড়াও সংসারের অন্যান্য মানুষের অস্তিত্ব থাকে। সেক্ষেত্রে স্ত্রী বয়সে বড় হলে সংসারের অন্যান্য বয়োজ্যেষ্ঠ সদস্যদের মনোভাব চট করে বুঝতে পারেন এবং সেভাবে পরিস্থিতি সামাল দিয়ে স্বামীকে আগলে রাখতে সুবিধে হয়।
  • স্বামী যদি প্রফেশনালি অত্যন্ত সাকসেসফুল হন, সেক্ষেত্রে তার পক্ষে নিজের ফিল্ডে এগিয়ে যাওয়ার জন্য স্ত্রীর সহযোগিতা খুব প্রয়োজন। এক্ষেত্রে সেটি পেতে পারেন।
  • সমীক্ষা বলছে পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এবার বিবাহিত জীবনে নারীটি যদি পুরুষটির থেকে বয়সে বড় হন তাহলে তাঁদের বিবাহিত জীবনে একসঙ্গে থাকার মেয়াদকাল অনেকটা দীর্ঘ হয়।

অসুবিধেঃ

  • স্ত্রী বয়সে বড় হলে, তিনি যে বয়সে মা হতে চান, দেখা যায় স্বামীটি তখন অনেক কম বয়সের থাকেন। ফলে তার মধ্যে পিতৃত্বের ব্যহত হওয়ার সম্ভাবনা থাকে।
  • স্বাভাবিক যৌনজীবন ব্যহত হওয়ার সম্ভাবনা থাকে। মানসিক বন্ধন যদি দৃঢ় না থাকে তাহলে এক্ষেত্রে বিবাহবন্ধন আলগা হয়ে যায়।

বয়সে ছোট পুরুষটি যা ভাববেন

  • স্ত্রী বয়সে বড় হলে ডিসিশন (decision) মেকিং-এ প্রায়োরিটি পেতে চাইবেন স্বাভাবিক। এক্ষেত্রে পুরুষতান্ত্রিক সুপার ইগো প্রকাশ করলে চলবে না।
  • প্রথা ভেঙে উলোট পুরাণ বিয়েতে পারিবারিক প্রতিরোধ বেশি আসবে আপনার বাড়ি থেকেই। এই সিচ্যুয়েশন হ্যান্ডেল করতে হবে আপনাকেই।
  • পেরেন্টাল ডিউটিতে সমান অংশ নিতে হবে। বাচ্চার সঙ্গে সঙ্গে নিজেকেও আর একটি বাচ্চা ভাবলে চলবে না।
  • মেনোপজ আসার আগে থাকতে মহিলাদের মেন্টাল ডিপ্রেশন, অস্থিরতা, অকারণেই খিটমিট প্রবণতা আসতে পারে। বয়সে বড় স্বামীরা এটি হ্যান্ডেল করতে পারেন স্নেহ দিয়ে। বয়সে ছোট হলেও ওই সময়ে আপনাকেও একই রোল প্লে করতে হতে পারে। তখন পিছিয়ে আসলে চলবে না।
  • ম্যচিওরিটিতে মুগ্ধ হয়ে বিয়ে করলেন, এরপর ছটফটে কাউকে দেখে পছন্দ হল। তখন কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার মতো মানসিক জোর থাকা চাই। মনে রাখতে হবে বয়সে বড় হলেও স্ত্রী কিন্তু আপনাকেই নির্ভর করেন।

বয়সে বড় নারীটি যা ভাববেন

  • স্বামী যদি বয়সে ছোট হন তাহলে তাঁর মধ্যে শুরুতেই ফাদার(father) ফিগার খুঁজতে গেলে হতাশ হতেই হবে। এটি জেনে এবং মেনে নিয়েই সম্পর্কে এগোন।
  • মুহুর্তের আবেগ নয়, নিজের সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাস থাকলে তবেই এ ধরণের সম্পর্কে এগোন।
  • দাম্পত্য সম্পর্কে সেক্স একটি ভাইটাল রোল প্লে করে। এই বিষয়টিতে সচেতন হতে হবে প্রথম থেকেই।
  • নিয়মিত বিউটি রেজিম মেইনটেইন করুন, যুগের সঙ্গে নিজেকে আপ-টু-ডেট রাখুন। এতে আপনার আত্মবিশ্বাস স্ট্রং হবে।

 

 

Mailing List