আবাস যোজনার তদন্তে এসে মহিষের তাড়া খেয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা কেন্দ্রীয় প্রতিনিধি দলের

আবাস যোজনার তদন্তে এসে তাড়া খেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল
আনফোল্ড বাংলা প্রতিবেদন: বৃহস্পতিবার আবাস যোজনার তদন্তে এসে কেন্দ্রীয় প্রতিনিধি দল মহিষের তাড়া খেয়ে দৌড় লাগালেন। দীর্ঘক্ষণ দৌড়ে বহু কষ্টে একটি গলিতে ঢুকে রক্ষা পান তিনি। অন্যদিকে পুলিশও দ্রুত মহিষটিকে অন্যত্র সরিয়ে দেয়। তারপর ফের তদন্তে নামেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়।
এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা মহালদার পাড়ায় আবাস যোজনার তদন্তে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানে গিয়ে গ্রামবাসীর সাথে কথা বলার সময় হঠাৎই একটি মহিষ লাগাম ছাড়া হয়ে তেড়ে আসে প্রতিনিধি দলের দিকে। সে মতো অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করেন। তৎপর হয়ে ওঠে নিরাপত্তারক্ষীরা। মহিষটিকে সরানোর চেষ্টা করে। অবশেষে প্রাণ বাঁচাতে গলিতে ঢুকে পড়েন কেন্দ্রীয় আধিকারিক। পরে মহিষ সরে যাওয়ায় ফের শুরু হয় তদন্ত।


