Whatsapp: চ্যাট ট্রান্সফারে নতুন ফিচার এনে চমক

Whatsapp: চ্যাট ট্রান্সফারে নতুন ফিচার এনে চমক
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ হোয়াটস অ্যাপ এখন প্রত্যেকেরই প্রয়োজনীয় জিনিস। অফিস বা অন্যান্য দরকারি কাজ হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, সব ক্ষেত্রেই ব্য়বহার হয় এই অ্যাপ। সেই কারণে সংস্থা সব সময় চেষ্টা করে নতুন নতুন ফিচার এনে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলার। এবার চ্যাট ট্রান্সফারের জন্য দারুণ ফিচার আনল হোয়াটসঅ্যাপ।
ফোন পরিবর্তন করলে কমবেশি সবার চিন্তা থাকে চ্যাট মুছে যাবে না তো? অ্যান্ড্রয়েড(Android) থেকে অ্যান্ড্রয়েড বা আইওএস থেকে আইওএস ডিভাইসে চ্যাট ট্রান্সফার করা মোটেও কঠিন নয়, তবে মুছে যাওয়ার সম্ভাবনা থাকেই। এই চ্যাট ট্রান্সফারের পদ্ধতি আরও সহজ করল সংস্থা। সম্প্রতি জানানো হয়েছে, এবার কিউআর কোড স্ক্যান করেই চ্যাট ট্রান্সফার করা যাবে। পুরনো ফোনের কিউআর(QR) কোড স্ক্যান করলেই নতুন ফোনে চলে যাবে চ্যাট ও বড় ফাইল। তবে হ্যাঁ, এই সুবিধা পেতে দুটি ফোনের অপারেটিং সিস্টেম এক হতে হবে।
আইফোন থেকে অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে চ্যাট ট্রান্সফারের জন্য একটা হেল্পিং পেজ দেবে হোয়াটসঅ্যাপ। সেখানে গেলেই মিলবে অপশন। আগেও আইফোন থেকে অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে চ্যাট ট্রান্সফার করা যেত। তবে গোটা পদ্ধতি ছিল অত্যন্ত জটিল। নতুন এই পদ্ধতি কেমন, তা দেখার অপেক্ষায় ব্যবহারকারীরা।


