Whatsapp: এবার হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন করেই বার্তা পাঠানো যাবে

Whatsapp: এবার হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন করেই বার্তা পাঠানো যাবে
18 Jul 2023, 05:00 PM

Whatsapp: এবার হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন করেই বার্তা পাঠানো যাবে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বার্তা শেয়ারিং অ্যাপস হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে গ্রাহকের ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে নতুন সুবিধা । যেখানে নম্বর গোপন করেই পাঠানো যাবে মেসেজ। দুইয়ের অধিক গ্রুপকে একই কমিউনিটিতে যুক্ত করতে কমিউনিটিজ সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ কমিউনিটির মধ্যে যোগাযোগ করতে পারেন। সেই কমিউনিটিজ ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সুবিধা চালু করবে হোয়াটসঅ্যাপ (whatsapp)।
যার ফলে ব্যবহারকারী চাইলেই নিজেদের ফোন নম্বর গোপন করে গ্রুপে(group) মেসেজ আদান–প্রদান করতে পারবেন। তারা অন্যদের পাঠানো বার্তায় প্রতিক্রিয়া দিলেও তাদের ফোন নম্বর থাকবে গোপন। আপাতত এই সুবিধার কার্যকারিতা পরখ করে দেখেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপের কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপে অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখা যায় না। তবে মেসেজ পাঠালে বা প্রতিক্রিয়া জানালে অন্যরা ফোন নম্বর দেখতে পারেন। কমিউনিটি অ্যানাউন্সমেন্ট গ্রুপ ইনফো থেকে এই সুবিধা চালু করতে পারবন।

Mailing List