জঙ্গলে কি বাঘ ছাড়া হবে? ১০৪ টি চিতল হরিণ ঢোকানোর পর উঠছে প্রশ্ন

জঙ্গলে কি বাঘ ছাড়া হবে? ১০৪ টি চিতল হরিণ ঢোকানোর পর উঠছে প্রশ্ন
20 Mar 2023, 09:10 PM

জঙ্গলে কি বাঘ ছাড়া হবে? ১০৪ টি চিতল হরিণ ঢোকানোর পর উঠছে প্রশ্ন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: জঙ্গলে ছাড়া হল চিতল হরিণ। দিন কয়েকের মধ্যেই দুই দফায় ১৯০ টি চিতল হরিণ বক্সার গভীর জঙ্গলে ছাড়া হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১৭ই মার্চ বক্সার জঙ্গলে ৮৬টি চিতল হরিণ ছাড়া হয়েছিল। এদিন ফের ১০৪ টি হরিণ ছাড়া হল। মোট দুই দফায় বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে এইসব হরিণগুলি নিয়ে আসা হয়েছে।

আগে প্রায় ৫০০টির মত হরিণ বক্সার জঙ্গলে ছাড়া হয়েছিল। বক্সা টাইগার রিজার্ভের ডি এফ ডি পারভিন কাশোয়ান জানান, বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে চারটি বড় গাড়িতে করে হরিণগুলি এনে এদিন বক্সার জঙ্গলে ছাড়া হয়েছে। আর ১০৪টি চিতল হরিণ বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার বাঘ ছাড়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই বাঘের প্রিয় খাবার এই চিতল হরিণ বক্সার জঙ্গলে ছাড়া হল? যদিও বন দপ্তর সূত্রে এই বিষয়ে কিছু স্পষ্টভাবে জানা যায়নি।

Mailing List